ছোট প্রতিবেশির ওপর কর্তৃত্ব খাটাবে না চীন, বললেন শি

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৫৩:৫৪ অপরাহ্ন, সোমাবার, ২২ নভেম্বর ২০২১
  • / 176
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বেইজিং তার আঞ্চলিক ছোট প্রতিবেশি দেশগুলোর ওপর কর্তৃত্ব খাটাবে না। এশিয়ার ১০ দেশের সংগঠন এসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)-এর নেতাদের উদ্দেশ্যে সোমবার দেয়া এক বক্তব্যে তিনি একথা বলেন। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি বলেন, নিজের আকৃতির সুযোগ নিয়ে ছোট দেশগুলোর ওপর আধিপত্য বিস্তার বা সুযোগ গ্রহণের চেষ্টা কখনোই করেনি চীন। এ সময় তিনি আসিয়ানের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

চীনের রাষ্ট্রিয় সংবাদমাধ্যম শি জিনপিংয়ের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে জানায়, চীন আসিয়ানের একজন ভালো অংশিদার, ভালো বন্ধু এবং প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ছিল, আছে এবং থাকবে।’

অভিযোগ রয়েছে, গত বৃহস্পতিবার চীনের তিনটি কোস্টগার্ড নৌযান ফিলিপাইন নিয়ন্ত্রিত জলসীমায় প্রবেশ করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কা সৃষ্টি হয়েছে। চীনের এ পদক্ষেপের সমালোচনা করেছে জাতিসংঘও।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছোট প্রতিবেশির ওপর কর্তৃত্ব খাটাবে না চীন, বললেন শি

আপডেট : ০১:৫৩:৫৪ অপরাহ্ন, সোমাবার, ২২ নভেম্বর ২০২১
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বেইজিং তার আঞ্চলিক ছোট প্রতিবেশি দেশগুলোর ওপর কর্তৃত্ব খাটাবে না। এশিয়ার ১০ দেশের সংগঠন এসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)-এর নেতাদের উদ্দেশ্যে সোমবার দেয়া এক বক্তব্যে তিনি একথা বলেন। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি বলেন, নিজের আকৃতির সুযোগ নিয়ে ছোট দেশগুলোর ওপর আধিপত্য বিস্তার বা সুযোগ গ্রহণের চেষ্টা কখনোই করেনি চীন। এ সময় তিনি আসিয়ানের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

চীনের রাষ্ট্রিয় সংবাদমাধ্যম শি জিনপিংয়ের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে জানায়, চীন আসিয়ানের একজন ভালো অংশিদার, ভালো বন্ধু এবং প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ছিল, আছে এবং থাকবে।’

অভিযোগ রয়েছে, গত বৃহস্পতিবার চীনের তিনটি কোস্টগার্ড নৌযান ফিলিপাইন নিয়ন্ত্রিত জলসীমায় প্রবেশ করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কা সৃষ্টি হয়েছে। চীনের এ পদক্ষেপের সমালোচনা করেছে জাতিসংঘও।