ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে নেই চীন, আমন্ত্রিত তাইওয়ান

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:৪১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
  • / 99
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আগামী মাসের প্রথমার্ধে যে গণতন্ত্র সম্মেলনের আয়োজন করেছে, তাতে আমন্ত্রণ পেয়েছে বিশ্বের ১১০টি দেশ। ওই সম্মেলনে চীনকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে তাইওয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বুধবার ভারতের জি নিউজ, যুক্তরাজ্যে দ্য গার্ডিয়ান অনলাইন এ খবর জানিয়েছে। সম্মেলনে ভারত, পাকিস্তান ও ইরাকের মতো দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে আমন্ত্রণ পাওয়া দেশগুলোর নামের তালিকা প্রকাশ করা হয়। আগামী ৯ ও ১০ ডিসেম্বর ভার্চ্যুয়ালি এ সম্মেলন অনুষ্ঠিত হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তালিকা থেকে জানা যায়, ওই সম্মেলনে বাংলাদেশ, চীন, তুরস্ক ও রাশিয়াকে বাদ দেয়া হয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের এ গণতন্ত্র সম্মেলনে আরও আমন্ত্রণ পায়নি শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

গণতন্ত্র সম্মেলনে চীন না থাকলেও তাইওয়ানকে নিমন্ত্রণ জানানো নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এতে তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রে ঘনিষ্টতার ইঙ্গিত দিচ্ছে, যা ক্ষেপিয়ে তুলতে পারে চীনকে।

কার্যত তাইওয়ানকে নিজেদের একটি বিচ্ছিন্ন অঞ্চল বলে মনে করে চীন। তবে তাইওয়ান স্বাধীনতা দাবি করে আসছে। এ নিয়ে চীনের সঙ্গে তাইওয়ানের দীর্ঘদিনের বিরোধ চলছে।

সম্মেলনে নেপালকেও আমন্ত্রণ জানানো হয়েছে। গণতন্ত্র সম্মেলনে মধ্যপ্রাচ্যের দেশ ইরান নেই। এ ছাড়া রাজতন্ত্র থাকায় সৌদি আরবের মতো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট মিত্র দেশকেও আমন্ত্রণ জানানো হয়নি।

মধ্যপ্রাচ্য থেকে ইরাক ছাড়াও ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ পায়নি মিসর, জর্ডান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মতো ওয়াশিংটনের ঐতিহ্যবাহী আবর মিত্র দেশগুলোও।

সম্মেলনে ব্রাজিলকে আমন্ত্রণ জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। লাতিন আমেরিকার দেশটিতে এখন কট্টর ডানপন্থি এক প্রেসিডেন্ট ক্ষমতায় রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে নেই চীন, আমন্ত্রিত তাইওয়ান

আপডেট : ১১:৪১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আগামী মাসের প্রথমার্ধে যে গণতন্ত্র সম্মেলনের আয়োজন করেছে, তাতে আমন্ত্রণ পেয়েছে বিশ্বের ১১০টি দেশ। ওই সম্মেলনে চীনকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে তাইওয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বুধবার ভারতের জি নিউজ, যুক্তরাজ্যে দ্য গার্ডিয়ান অনলাইন এ খবর জানিয়েছে। সম্মেলনে ভারত, পাকিস্তান ও ইরাকের মতো দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে আমন্ত্রণ পাওয়া দেশগুলোর নামের তালিকা প্রকাশ করা হয়। আগামী ৯ ও ১০ ডিসেম্বর ভার্চ্যুয়ালি এ সম্মেলন অনুষ্ঠিত হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তালিকা থেকে জানা যায়, ওই সম্মেলনে বাংলাদেশ, চীন, তুরস্ক ও রাশিয়াকে বাদ দেয়া হয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের এ গণতন্ত্র সম্মেলনে আরও আমন্ত্রণ পায়নি শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

গণতন্ত্র সম্মেলনে চীন না থাকলেও তাইওয়ানকে নিমন্ত্রণ জানানো নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এতে তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রে ঘনিষ্টতার ইঙ্গিত দিচ্ছে, যা ক্ষেপিয়ে তুলতে পারে চীনকে।

কার্যত তাইওয়ানকে নিজেদের একটি বিচ্ছিন্ন অঞ্চল বলে মনে করে চীন। তবে তাইওয়ান স্বাধীনতা দাবি করে আসছে। এ নিয়ে চীনের সঙ্গে তাইওয়ানের দীর্ঘদিনের বিরোধ চলছে।

সম্মেলনে নেপালকেও আমন্ত্রণ জানানো হয়েছে। গণতন্ত্র সম্মেলনে মধ্যপ্রাচ্যের দেশ ইরান নেই। এ ছাড়া রাজতন্ত্র থাকায় সৌদি আরবের মতো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট মিত্র দেশকেও আমন্ত্রণ জানানো হয়নি।

মধ্যপ্রাচ্য থেকে ইরাক ছাড়াও ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ পায়নি মিসর, জর্ডান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মতো ওয়াশিংটনের ঐতিহ্যবাহী আবর মিত্র দেশগুলোও।

সম্মেলনে ব্রাজিলকে আমন্ত্রণ জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। লাতিন আমেরিকার দেশটিতে এখন কট্টর ডানপন্থি এক প্রেসিডেন্ট ক্ষমতায় রয়েছেন।