ভারতে করোনায় প্রাণ গেলো আরও ৪৬৫ জনের

প্রতিনিধির নাম
  • আপডেট : ০৯:২৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
  • / 125
ভারতে একদিনে আরও ৪৬৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে শনিবার আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।

ভারতে চার দিন ১০ হাজারের কম থাকার পর শুক্রবার দৈনিক কোভিড সংক্রমণ গিয়েছিল সাড়ে ১০ হাজারে। শনিবার তা আবার নামল আট হাজারের ঘরে।

গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৩৮ জন। দেশটির কেরালা রাজ্যে তা নেমেছে পাঁচ হাজারের নিচে। যদিও মহারাষ্ট্র গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হিসাব দেয়নি।

ভারতের বাকি সব রাজ্যেই আক্রান্ত এক হাজারের নিচে রয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৬৩ হাজার ৭৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে যে ৪৬৫ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৩৮৮ জনই কেরালায়। মহারাষ্ট্রে ৩৪ এবং তামিলনাড়ুতে তা ১১। বাকি সব রাজ্যেই তা ১০-এর কম।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণায়ের পরিসংখ্যান অনুসারে, পুরো মহামারি পর্বে ভারতে মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৬৭ হাজার ৯৩৩ জন।

আক্রান্ত কম হওয়ায় ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ৩ হাজার ১১৪। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লাখ ৭ হাজার ১৯ জন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে করোনায় প্রাণ গেলো আরও ৪৬৫ জনের

আপডেট : ০৯:২৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
ভারতে একদিনে আরও ৪৬৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে শনিবার আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।

ভারতে চার দিন ১০ হাজারের কম থাকার পর শুক্রবার দৈনিক কোভিড সংক্রমণ গিয়েছিল সাড়ে ১০ হাজারে। শনিবার তা আবার নামল আট হাজারের ঘরে।

গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৩৮ জন। দেশটির কেরালা রাজ্যে তা নেমেছে পাঁচ হাজারের নিচে। যদিও মহারাষ্ট্র গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হিসাব দেয়নি।

ভারতের বাকি সব রাজ্যেই আক্রান্ত এক হাজারের নিচে রয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৬৩ হাজার ৭৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে যে ৪৬৫ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৩৮৮ জনই কেরালায়। মহারাষ্ট্রে ৩৪ এবং তামিলনাড়ুতে তা ১১। বাকি সব রাজ্যেই তা ১০-এর কম।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণায়ের পরিসংখ্যান অনুসারে, পুরো মহামারি পর্বে ভারতে মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৬৭ হাজার ৯৩৩ জন।

আক্রান্ত কম হওয়ায় ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ৩ হাজার ১১৪। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লাখ ৭ হাজার ১৯ জন।