যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৮ লাখ ছাড়ালো
- আপডেট : ১১:২১:০৭ পূর্বাহ্ন, সোমাবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / 156
পুরো মহামারি পর্বে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ কোটি ৮ লাখ ১ হাজার ৪৫৫ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ৪ কোটি ৩ হাজার ৬৭৪ জন।
যুক্তরাষ্ট্রে শনাক্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। সেখানে ৫০ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে; মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৫১৭ জনের।
এর পরই আছে দেশটির টেক্সাস অঙ্গরাজ্য। সেখানে কোভিড শনাক্ত হয়েছে ৪৩ লাখ ৯০ হাজার ৮৩৫ জনের দেহে; মৃত্যু হয়েছে ৭৫ হাজার ২৬ জনের।
তৃতীয় স্থানে রয়েছে ফ্লোরিডা। সেখানে ৬২ হাজার ৭ জনের প্রাণহানী হয়েছে করোনায়। এরপরই নিউইয়র্ক। সেখানে ২৯ লাখ ৪১ হাজার ৬৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে; প্রাণ গেছে ৫৮ হাজার ৬৭২ জনের।
যুক্তরাষ্ট্রে ২০২০ সালের ২ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এর পরই এটা দেশটিতে দ্রুত মহামারি আকারে ছড়িয়ে পড়ে।
সর্বশেষ স্থানীয় সময় রোববার (১২ ডিসেম্বর) দেশটিতে ৩৬ হাজার ৩৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদিন ভয়াবহ এ ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে আরও ১৯২ জন মার্কিনির।