পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যে পুতিন-শি মিত্রতা উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:৪৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
  • / 143
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভার্চুয়াল বৈঠক করেছেন। ইউক্রেন নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনার মধ্যে বুধবার তারা এ বৈঠক করেন। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ পশ্চিমের কয়েকটি দেশের সঙ্গে চীনের সম্পর্কও সাম্প্রতিক সময়ে অবনতি হয়েছে। ভার্চুয়াল বৈঠকের শুরুতে পুতিন ও শি রাশিয়া ও চীনের মধ্যকার মিত্রতার সম্পর্কের প্রশংসা করেন।

রুশ প্রেসিডেন্ট এ সম্পর্ককে ‘স্বার্থের ভিত্তিতে সম্পর্ক স্থাপনে ২১ শতকের উদাহরণ’ বলে বর্ণনা করেন। পুতিন বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে এক নতুন মডেলের সহযোগিতা গঠিত হলো।’

দুই দেশ (চীন ও রাশিয়া) একে অন্যের স্বার্থের প্রতি সম্মান দেখায় এবং অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলায় না বলেও উল্লেখ করেন তিনি। তারা সীমান্তে সব সময় শান্তি বজায় রাখার অঙ্গীকারও পুনঃব্যক্ত করেন।

অপরদিকে শি বলেন, রুশ প্রেসিডেন্ট ‘জাতীয় স্বার্থ রক্ষায় চীনের চেষ্টাকে জোরালো সমর্থন জানিয়েছেন।’

পুতিন জানান, তিনি আগামী ফেব্রুয়ারিতে বেইজিংয়ে অনুষ্ঠিত ২০২২ সালের শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তখন সরাসরি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এর সঙ্গে তার কথা হবে।

সম্প্রতি ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করে রাশিয়া। এ নিয়ে পশ্চিমের দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক সংকট চরমে উঠেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের এ নিয়ে আলোচনা হলেও উত্তেজনা নিরসনে কোনো উদ্যোগ আসছে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যে পুতিন-শি মিত্রতা উদযাপন

আপডেট : ১২:৪৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভার্চুয়াল বৈঠক করেছেন। ইউক্রেন নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনার মধ্যে বুধবার তারা এ বৈঠক করেন। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ পশ্চিমের কয়েকটি দেশের সঙ্গে চীনের সম্পর্কও সাম্প্রতিক সময়ে অবনতি হয়েছে। ভার্চুয়াল বৈঠকের শুরুতে পুতিন ও শি রাশিয়া ও চীনের মধ্যকার মিত্রতার সম্পর্কের প্রশংসা করেন।

রুশ প্রেসিডেন্ট এ সম্পর্ককে ‘স্বার্থের ভিত্তিতে সম্পর্ক স্থাপনে ২১ শতকের উদাহরণ’ বলে বর্ণনা করেন। পুতিন বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে এক নতুন মডেলের সহযোগিতা গঠিত হলো।’

দুই দেশ (চীন ও রাশিয়া) একে অন্যের স্বার্থের প্রতি সম্মান দেখায় এবং অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলায় না বলেও উল্লেখ করেন তিনি। তারা সীমান্তে সব সময় শান্তি বজায় রাখার অঙ্গীকারও পুনঃব্যক্ত করেন।

অপরদিকে শি বলেন, রুশ প্রেসিডেন্ট ‘জাতীয় স্বার্থ রক্ষায় চীনের চেষ্টাকে জোরালো সমর্থন জানিয়েছেন।’

পুতিন জানান, তিনি আগামী ফেব্রুয়ারিতে বেইজিংয়ে অনুষ্ঠিত ২০২২ সালের শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তখন সরাসরি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এর সঙ্গে তার কথা হবে।

সম্প্রতি ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করে রাশিয়া। এ নিয়ে পশ্চিমের দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক সংকট চরমে উঠেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের এ নিয়ে আলোচনা হলেও উত্তেজনা নিরসনে কোনো উদ্যোগ আসছে না।