পশ্চিমবঙ্গে বাকি ১১০টি পুরসভায় ভোট ফেব্রুয়ারিতে
প্রতিনিধির নাম
- আপডেট : ১০:৪৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / 144
পশ্চিমবঙ্গের কলকাতার পর রাজ্যের বাকি জেলাগুলোতে পুর (পৌর) নির্বাচন কবে হবে, তার ইঙ্গিত পাওয়া গেল বৃহস্পতিবার। রাজ্যের মোট ১১২টি পুরসভার মধ্যে ১১০টি পুরসভায় ভোট হবে। খবর আনন্দবাজার অনলাইনের।
বৃহস্পতিবার বাকি পুরসভাগুলোর ভোটের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। হাওড়া, বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর পুরসভার ভোট হবে আগামী ২২ জানুয়ারি। আর বাকি পুরসভায় ভোট হবে ২৭ ফেব্রুয়ারি।
কয়েক দিন আগেই ভোট হয়ে গেছে কলকাতার পুরসভার। ওই ভোটে তৃণমূলের জয়জয়কার দেখা গেছে।
কলকাতা পুরভোটের দিন ঘোষণার পরই দু’টি জনস্বার্থ মামলায় জানতে চাওয়া হয়েছিল, রাজ্যের বাকি জেলাগুলোর ১১১টি পুরসভায় ভোট কবে হবে? কেনই বা এ ব্যাপারে দেরি করছে রাজ্য?
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এরপর এ প্রশ্ন করে রাজ্যকে। ২৩ ডিসেম্বরের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল।
বৃহস্পতিবার মামলাটি আদালতে উঠলে হলফনামা দিয়ে রাজ্যের বাকি পুরসভার ভোটের দিনক্ষণ জানাল রাজ্য নির্বাচন কমিশন।