গ্রিসে নৌকাডুবিতে ১৬ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট : ১২:৫৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / 134
চলতি সপ্তাহে এটা নৌপথে শরণার্থীদের বহনকারী নৌযানের ডুবে যাওয়ার তৃতীয় ঘটনা। শুক্রবার রাতে এ ঘটনায় কর্তৃপক্ষ ব্যাপক উদ্ধার তৎপরতা চালিয়েছে।
গ্রিসের আধা-সরকারি বার্তাসংস্থা অ্যাথেন্স নিউজ এজেন্সি জানিয়েছে, এক নবজাতকসহ ১২ পুরুষ ও ৩ নারীর মরদেহ ওই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, যে নৌযানটি ডুবে গিয়েছিল, সেটিতে অন্তত ৮০ জন আরোহী ছিলেন। এটি তুরস্ক থেকে ইতালির উদ্দেশে যাচ্ছিল বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে অভিবাসন প্রত্যাশীরা গ্রিসের এ সামুদ্রিক পথ ব্যবহার করে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। এতে প্রায় সময়ই প্রাণঘাতি দুর্ঘটনা ঘটে থাকে।