গ্রিসে নৌকাডুবিতে ১৬ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:৫৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
  • / 134
গ্রিসের প্যারস দ্বীপের কাছে এজিয়ান সাগরে নৌকাডুবিতে অন্তত ১৬ অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীর মৃত্যু হয়েছে। দেশটির কোস্টগার্ডের উদ্ধৃতি দিয়ে শনিবার আল জাজিরা এ খবর জানায়।

চলতি সপ্তাহে এটা নৌপথে শরণার্থীদের বহনকারী নৌযানের ডুবে যাওয়ার তৃতীয় ঘটনা। শুক্রবার রাতে এ ঘটনায় কর্তৃপক্ষ ব্যাপক উদ্ধার তৎপরতা চালিয়েছে।

গ্রিসের আধা-সরকারি বার্তাসংস্থা অ্যাথেন্স নিউজ এজেন্সি জানিয়েছে, এক নবজাতকসহ ১২ পুরুষ ও ৩ নারীর মরদেহ ওই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, যে নৌযানটি ডুবে গিয়েছিল, সেটিতে অন্তত ৮০ জন আরোহী ছিলেন। এটি তুরস্ক থেকে ইতালির উদ্দেশে যাচ্ছিল বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে অভিবাসন প্রত্যাশীরা গ্রিসের এ সামুদ্রিক পথ ব্যবহার করে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। এতে প্রায় সময়ই প্রাণঘাতি দুর্ঘটনা ঘটে থাকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্রিসে নৌকাডুবিতে ১৬ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

আপডেট : ১২:৫৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
গ্রিসের প্যারস দ্বীপের কাছে এজিয়ান সাগরে নৌকাডুবিতে অন্তত ১৬ অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীর মৃত্যু হয়েছে। দেশটির কোস্টগার্ডের উদ্ধৃতি দিয়ে শনিবার আল জাজিরা এ খবর জানায়।

চলতি সপ্তাহে এটা নৌপথে শরণার্থীদের বহনকারী নৌযানের ডুবে যাওয়ার তৃতীয় ঘটনা। শুক্রবার রাতে এ ঘটনায় কর্তৃপক্ষ ব্যাপক উদ্ধার তৎপরতা চালিয়েছে।

গ্রিসের আধা-সরকারি বার্তাসংস্থা অ্যাথেন্স নিউজ এজেন্সি জানিয়েছে, এক নবজাতকসহ ১২ পুরুষ ও ৩ নারীর মরদেহ ওই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, যে নৌযানটি ডুবে গিয়েছিল, সেটিতে অন্তত ৮০ জন আরোহী ছিলেন। এটি তুরস্ক থেকে ইতালির উদ্দেশে যাচ্ছিল বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে অভিবাসন প্রত্যাশীরা গ্রিসের এ সামুদ্রিক পথ ব্যবহার করে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। এতে প্রায় সময়ই প্রাণঘাতি দুর্ঘটনা ঘটে থাকে।