ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ৪ হাজার, ২৬ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট : ০৫:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
  • / 134
ভারতজুড়ে করোনার নতুন সংক্রমণ প্রায় ৪ হাজারের কাছাকাছি হল। তবে পুরো ভারতের মধ্যে দুশ্চিন্তা বাড়াচ্ছে কেরালা, মহারাষ্ট্রসহ পাঁচ রাজ্য। ওই রাজ্যগুলোতে ঊর্ধ্বমুখী সংক্রমণে রাশ টানতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যার বেড়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা যায়। খবর আনন্দবাজার অনলাইনের।

শনিবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৯৬২ জনের মধ্যে কোভিডের সংক্রমণ ধরা পড়েছে। এখনও পর্যন্ত মোট ৪ কোটি ৩১ লাখ ৭২ হাজার ৫৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার ৪৫৪ জন। এই মুহূর্তে ভারতে ২২ হাজার ৪১৬ জন সক্রিয় রোগী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ২৬ জন কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৫ লাখ ২৪ হাজার ৬৭৭ জনের মৃত্যু হয়েছে।

চলতি মাসের গোড়া থেকেই করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, এই মুহূর্তে নতুন সংক্রমিতদের মধ্যে কেরালায় সবচেয়ে বেশি ৩১ দশমিক ১৪ শতাংশ কোভিড রোগী রয়েছেন। ৩ জুন পর্যন্ত ওই রাজ্যে ৬ হাজার ৫৫৬ জন রোগীর সন্ধান মিলেছে। এছাড়া, চলতি সপ্তাহে মহারাষ্ট্রে ৪ হাজার ৮৮৩ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। ওই দুই রাজ্য ছাড়া তামিলনাড়ু, তেলঙ্গানা এবং কর্নাটকের পরিস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ৪ হাজার, ২৬ মৃত্যু

আপডেট : ০৫:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
ভারতজুড়ে করোনার নতুন সংক্রমণ প্রায় ৪ হাজারের কাছাকাছি হল। তবে পুরো ভারতের মধ্যে দুশ্চিন্তা বাড়াচ্ছে কেরালা, মহারাষ্ট্রসহ পাঁচ রাজ্য। ওই রাজ্যগুলোতে ঊর্ধ্বমুখী সংক্রমণে রাশ টানতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যার বেড়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা যায়। খবর আনন্দবাজার অনলাইনের।

শনিবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৯৬২ জনের মধ্যে কোভিডের সংক্রমণ ধরা পড়েছে। এখনও পর্যন্ত মোট ৪ কোটি ৩১ লাখ ৭২ হাজার ৫৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার ৪৫৪ জন। এই মুহূর্তে ভারতে ২২ হাজার ৪১৬ জন সক্রিয় রোগী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ২৬ জন কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৫ লাখ ২৪ হাজার ৬৭৭ জনের মৃত্যু হয়েছে।

চলতি মাসের গোড়া থেকেই করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, এই মুহূর্তে নতুন সংক্রমিতদের মধ্যে কেরালায় সবচেয়ে বেশি ৩১ দশমিক ১৪ শতাংশ কোভিড রোগী রয়েছেন। ৩ জুন পর্যন্ত ওই রাজ্যে ৬ হাজার ৫৫৬ জন রোগীর সন্ধান মিলেছে। এছাড়া, চলতি সপ্তাহে মহারাষ্ট্রে ৪ হাজার ৮৮৩ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। ওই দুই রাজ্য ছাড়া তামিলনাড়ু, তেলঙ্গানা এবং কর্নাটকের পরিস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে।