ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মোসাদকে সহযোগিতার দায়ে ইরানে ৪ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট : ০৫:৪২:১৬ অপরাহ্ন, সোমাবার, ৫ ডিসেম্বর ২০২২
  • / 130
ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদকে সহযোগিতা করার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া চার জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিজান রোববার এই তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিজান জানিয়েছে, বিচার বিভাগের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার ভোরে হোসেইন ওরদোখানজাদেহ, শাহিন ইমানি মাহমোদাবাদ, মিলাদ আশরাফি আতবাতান ও মানোচেহর শাহবান্দি বোজান্দি নামে চারজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, একই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে আরও তিনজনকে পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় এবং বিপ্লবী গার্ডদের সহযোগিতায় জুন মাসে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদকে সহযোগিতা, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করা, অপহরণে সহায়তা করা এবং অবৈধ অস্ত্র রাখার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পরে তাদের মৃত্যদণ্ড দেয়া হয়েছিলো। আসামসীদের পক্ষে আপিল করা হলে, গত বুধবার তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড বহাল রাখে ইরানের সুপ্রিম কোর্ট এবং রোববার তা কার্যকর করা হয়।

ইসলামিক প্রজাতন্ত্র ইরান দীর্ঘদিন ধরে চিরশত্রু ইসরাইলকে তার মাটিতে গোপন অভিযান চালানোর জন্য অভিযুক্ত করে আসছে। তেহরান সম্প্রতি ইসরায়েলি এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোকে ইরানে গৃহযুদ্ধের ষড়যন্ত্রের জন্যও অভিযুক্ত করেছে।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোসাদকে সহযোগিতার দায়ে ইরানে ৪ জনের মৃত্যুদণ্ড

আপডেট : ০৫:৪২:১৬ অপরাহ্ন, সোমাবার, ৫ ডিসেম্বর ২০২২
ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদকে সহযোগিতা করার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া চার জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিজান রোববার এই তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিজান জানিয়েছে, বিচার বিভাগের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার ভোরে হোসেইন ওরদোখানজাদেহ, শাহিন ইমানি মাহমোদাবাদ, মিলাদ আশরাফি আতবাতান ও মানোচেহর শাহবান্দি বোজান্দি নামে চারজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, একই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে আরও তিনজনকে পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় এবং বিপ্লবী গার্ডদের সহযোগিতায় জুন মাসে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদকে সহযোগিতা, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করা, অপহরণে সহায়তা করা এবং অবৈধ অস্ত্র রাখার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পরে তাদের মৃত্যদণ্ড দেয়া হয়েছিলো। আসামসীদের পক্ষে আপিল করা হলে, গত বুধবার তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড বহাল রাখে ইরানের সুপ্রিম কোর্ট এবং রোববার তা কার্যকর করা হয়।

ইসলামিক প্রজাতন্ত্র ইরান দীর্ঘদিন ধরে চিরশত্রু ইসরাইলকে তার মাটিতে গোপন অভিযান চালানোর জন্য অভিযুক্ত করে আসছে। তেহরান সম্প্রতি ইসরায়েলি এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোকে ইরানে গৃহযুদ্ধের ষড়যন্ত্রের জন্যও অভিযুক্ত করেছে।

সূত্র: রয়টার্স