আমিরাতে প্রবেশ করতে পারবে না বাংলাদেশিরা
প্রতিনিধির নাম
- আপডেট : ০১:১২:২১ অপরাহ্ন, সোমাবার, ১০ মে ২০২১
- / 238
::যুগের কন্ঠ ডেস্ক::
করোনাভাইরাস মহামারির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। বুধবার রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
সোমবার মধ্যপ্রাচ্যের দেশটির জাতীয় জরুরি সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওয়েবসাইটে এই ঘোষণা দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কার যাত্রীদের আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এসব দেশের জাতীয় ও বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এমনকি অন্য দেশ হয়েও এসব দেশের যাত্রীরা আমিরাত প্রবেশ করতে পারবে না। কতদিনের জন্য এই নিষেধাজ্ঞা তা বলা হয়নি।
মহামারীর দ্বিতীয় ঢেউ শুরু হলে এর আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওমান, যুক্তরাজ্য বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল।