করোনা থেকে সুস্থ ১৫ কোটি ছাড়াল
- আপডেট : ০৭:৪২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / 238
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৬ কোটি ৮৫ লাখ ২৩ হাজার ৯০৩ জন। মোট মারা গেছেন ৩৪ লাখ ৯৯ হাজার ৬৪৭ জন। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ কোটি ৪০ হাজার ৩৪৭ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৬ লাখ ৫ হাজার ২০৮ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ১৮৯ জনের দেহে।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৩৮২ জন। মারা গেছেন ৩ লাখ ১১ হাজার ৪২১ জন।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬১ লাখ ৯৫ হাজার ৯৮১ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৫২ হাজার ২২৪ জন।
করোনাভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। করোনা শনাক্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।