অর্থ-স্বরাষ্ট্রমন্ত্রীসহ গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা তালেবানের

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • / 166

ছবি সংগৃহীত

কাবুল নিয়ন্ত্রণে নেয়ার এক সপ্তাহেরও বেশি সময় পর সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে তালেবান। অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণার মধ্য দিয়ে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে।

মঙ্গলবার আফগানিস্তানের বার্তা সংস্থা পাজহোকের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের নতুন সরকারের অর্থমন্ত্রী হয়েছেন গুল আগা। ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সদর ইব্রাহিম আর গোয়েন্দাপ্রধানের দায়িত্ব দেয়া হয়েছে নাজিবুল্লাহকে। একইসঙ্গে কাবুলের গভর্নর করা হয়েছে মোল্লা শিরিনকে। আর রাজধানীর মেয়র করা হয়েছে হামদুল্লাহ নোমানিকে। অন্যদিকে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে হাজি মোহাম্মদ ইদ্রিসকে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে বেশ কিছুদিন ধরেই সরকার গঠনের তোড়জোড় চালায় তালেবান। এ নিয়ে কাবুলে সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও ‘হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন’র চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহসহ শীর্ষ নেতারা দফায় দফায় বৈঠক করে। ওই বৈঠকে অংশগ্রহণমূলক সরকার গঠন নিয়ে আলোচনা হয় বলে জানা যায়।

তালেবানের এক শীর্ষ নেতা রয়টার্সকে বলেন, নতুন সরকারের পূর্ণাঙ্গরূপ সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা দেয়া হবে। এটি মূলত মার্কিনসহ সব বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে তালেবান।

এর আগে শনিবার নতুন সরকার গঠনের জন্য কাবুলে ফিরেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক প্রধান মোল্লাহ বারাদার। গণমাধ্যমগুলো বলছে, বারাদারই হতে পারেন আফগানিস্তানের নতুন সরকারের প্রধান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অর্থ-স্বরাষ্ট্রমন্ত্রীসহ গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা তালেবানের

আপডেট : ০১:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
কাবুল নিয়ন্ত্রণে নেয়ার এক সপ্তাহেরও বেশি সময় পর সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে তালেবান। অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণার মধ্য দিয়ে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে।

মঙ্গলবার আফগানিস্তানের বার্তা সংস্থা পাজহোকের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের নতুন সরকারের অর্থমন্ত্রী হয়েছেন গুল আগা। ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সদর ইব্রাহিম আর গোয়েন্দাপ্রধানের দায়িত্ব দেয়া হয়েছে নাজিবুল্লাহকে। একইসঙ্গে কাবুলের গভর্নর করা হয়েছে মোল্লা শিরিনকে। আর রাজধানীর মেয়র করা হয়েছে হামদুল্লাহ নোমানিকে। অন্যদিকে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে হাজি মোহাম্মদ ইদ্রিসকে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে বেশ কিছুদিন ধরেই সরকার গঠনের তোড়জোড় চালায় তালেবান। এ নিয়ে কাবুলে সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও ‘হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন’র চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহসহ শীর্ষ নেতারা দফায় দফায় বৈঠক করে। ওই বৈঠকে অংশগ্রহণমূলক সরকার গঠন নিয়ে আলোচনা হয় বলে জানা যায়।

তালেবানের এক শীর্ষ নেতা রয়টার্সকে বলেন, নতুন সরকারের পূর্ণাঙ্গরূপ সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা দেয়া হবে। এটি মূলত মার্কিনসহ সব বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে তালেবান।

এর আগে শনিবার নতুন সরকার গঠনের জন্য কাবুলে ফিরেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক প্রধান মোল্লাহ বারাদার। গণমাধ্যমগুলো বলছে, বারাদারই হতে পারেন আফগানিস্তানের নতুন সরকারের প্রধান।