ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কাবুল বিস্ফোরণে ১৩ মার্কিন সেনা ও ২৮ তালেবান নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট : ০৬:৫১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • / 108
আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণের ঘটনায় ২৮ তালেবান সদস্য এবং ১৩ মার্কিন সেনা নিহত হয়েছেন। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের আবে ফটকে জোড়া বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত অন্তত ১০৩ জনের নিহতের খবর পাওয়া গেছে । আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি। নিহতদের মধ্যে ২৮ তালেবান সদস্যের পাশাপাশি আছেন ১৩ মার্কিন সৈন্যও।

নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের কর্মকর্তা বলেন, হামলায় মার্কিনিদের চেয়েও বেশি আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের ২৮ সদস্য প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এদের প্রায় সবাই বিমানবন্দর এলাকায় নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

এছাড়া বৃহস্পতিবারের এই বিস্ফোরণে কমপক্ষে ১৩ মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন।

পেন্টাগন জানায়, বিস্ফোরণের ঘটনায় আরও ১৮ মার্কিন সেনা আহত হয়েছেন।

এদিকে আইএস এ হামলার দায় স্বীকার করে বলেছে, যুক্তরাষ্ট্রের সেনা ও তাদের আফগান মিত্রদের ‘লক্ষ্যবস্তু’ বানিয়ে তারা আত্মঘাতী হামলা চালানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাবুল বিস্ফোরণে ১৩ মার্কিন সেনা ও ২৮ তালেবান নিহত

আপডেট : ০৬:৫১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণের ঘটনায় ২৮ তালেবান সদস্য এবং ১৩ মার্কিন সেনা নিহত হয়েছেন। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের আবে ফটকে জোড়া বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত অন্তত ১০৩ জনের নিহতের খবর পাওয়া গেছে । আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি। নিহতদের মধ্যে ২৮ তালেবান সদস্যের পাশাপাশি আছেন ১৩ মার্কিন সৈন্যও।

নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের কর্মকর্তা বলেন, হামলায় মার্কিনিদের চেয়েও বেশি আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের ২৮ সদস্য প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এদের প্রায় সবাই বিমানবন্দর এলাকায় নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

এছাড়া বৃহস্পতিবারের এই বিস্ফোরণে কমপক্ষে ১৩ মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন।

পেন্টাগন জানায়, বিস্ফোরণের ঘটনায় আরও ১৮ মার্কিন সেনা আহত হয়েছেন।

এদিকে আইএস এ হামলার দায় স্বীকার করে বলেছে, যুক্তরাষ্ট্রের সেনা ও তাদের আফগান মিত্রদের ‘লক্ষ্যবস্তু’ বানিয়ে তারা আত্মঘাতী হামলা চালানো হয়েছে।