ডেল্টায় আক্রান্তদের হাসপাতালে ভর্তির হার দ্বিগুণ
- আপডেট : ১২:৫৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / 165
গবেষকরা দেখেছেন, ডেল্টায় আক্রান্তরা দ্বিগুণ হারে হাসপাতালে ভর্তি হচ্ছেন। ডেল্টা ছাড়াও বিভিন্ন দেশে আলফা, বিটা, ক্যান্ট, ল্যাম্বডাসহ করোনার আরও কয়েকটি ধরন সক্রিয় রয়েছে। তবে করোনা সবগুলো ধরনকে ছাপিয়ে সবচেয়ে প্রাণঘাতি ধরন হিসেবে স্বীকৃতি পেয়েছে ডেল্টাই।
যুক্তরাজ্যের ওই গবেষণা প্রতিবেদন চিকিৎসা বিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট-এ প্রকাশিত হয়েছে। গবেষকরা বলছেন, ডেল্টা ঠেকাতে টিকার পূর্ণ ডোজ নেয়াটা আসলেই জরুরি।
তাদের মতে, যদিও ডেল্টা বর্তমানে একটি বড় ধরনের হুমকি, তবু টিকা গ্রহণের মাধ্যমেই গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি কমে আসবে। যুক্তরাজ্যে অধিকাংশ করোনা রোগীই ডেল্টা ধরনে আক্রান্ত।
গবেষণাটি চালিয়েছে যুক্তরাজ্যের গণস্বাস্থ্য বিভাগ এবং মেডিক্যাল রিসার্চ কাউন্সিল। তারা ৪৩ হাজার ৩৩৮ জন কোভিড আক্রান্তের মধ্যে গত মার্চ ও মে মাসের মধ্যে গবেষণা চালিয়েছেন।
যুক্তরাজ্যের এ রোগীদের সবাই আলফা ও ডেল্টা ধরনে আক্রান্ত ছিলেন। এর ভিত্তিতে গবেষকরা দেখেছেন, আলফা ধরনে আক্রান্তদের চেয়ে ডেল্টায় আক্রান্তরা দ্বিগুণ হারে হাসপাতালে ভর্তি হচ্ছেন।