এক-দুই সপ্তাহের মধ্যে নতুন সরকার ঘোষণা: তালেবান
- আপডেট : ১১:০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / 142
আফগানিস্তানের কাবুলে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ। ফাইল ছবি: রয়টার্স
খবরে বলা হয়, মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে তালেবান। তবে মন্ত্রিসভা ঘোষণার নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঠিক হয়নি। বৃহস্পতিবার আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার নিন্দাও জানান জাবিহউল্লাহ। তিনি বলেন, আফগান ভূখণ্ডের ওপর স্পষ্ট হামলা এটি।
রাজনৈতিক অস্থিরতার কারণে আফগানিস্তানে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে তা সাময়িক এমন দাবি করে তালেবান মুখপাত্র বলেন, নতুন সরকার গঠন করা হলে চলমান সব সংকট সহজে মোকাবিলা করা যাবে।
জনস্বাস্থ্য, শিক্ষা মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংকসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিচালনার জন্য এরই মধ্যে কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
সেনা প্রত্যাহারের পরও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বানও জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহারের কাজ শেষ হয়ে যাবে।
নতুন সরকারের মন্ত্রিসভায় কোনো নারী থাকবেন কি না, এমন প্রশ্নের উত্তরে জাবিউল্লাহ বলেন, তালেবানের নেতৃত্ব পর্যায় থেকে নারীদের থাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তালেবান নেতারা এ ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন, তা তিনি জানেন না।