ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আইডার আঘাতে যুক্তরাষ্ট্রে মৃত্যু, ‘বিপর্যয়’ ঘোষণা বাইডেনের

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:০৬:১১ অপরাহ্ন, সোমাবার, ৩০ অগাস্ট ২০২১
  • / 102

Deserted Canal Street during Hurricane Ida in New Orleans, Louisiana, U.S., on Sunday, Aug. 29, 2021. Hurricane Ida barreled into the Louisiana coast on Sunday, packing winds more powerful than Hurricane Katrina and a devastating storm surge that threatens to inundate New Orleans with mass flooding, power outages and destruction. Photographer: Luke Sharrett/Bloomberg via Getty Images A nearly deserted Canal Street is seen in New Orleans, on Sunday, August 29. (Luke Sharrett/Bloomberg/Getty Images)

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে হ্যারিকেন আইডার আঘাতে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে আঘাত হানে এ হ্যারিকেন। ইউএসএ টুডে এ খবর জানিয়েছে।

ভয়াবহ এ ঝড়ে আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে গাছ উপড়ে একজন আহত হয়েছেন বলেও জানা গেছে। বিবিসির খবরে বলা হয়, হ্যারিকেন আইডা আঘাতের পর নিউ অরলিন্স শহর পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়ে। লুইজিয়ানা অঙ্গরাজ্যের সাড়ে সাত লাখেরও বেশি মানুষ এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

লুইজিয়ানার গভর্নর জন বেল অ্যাডওয়ার্ডস এক বিবৃতিতে রোববার রাতে বলেন, ‘আজ রাতে আমরা কমপক্ষে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারছি; দুঃখের সঙ্গে জানাচ্ছি, আরও মৃত্যু থাকতে পারে।’

তিনি বলেন, ‘আমাদের হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। যেসব এলাকায় এ ঝড় আঘাত হেনেছে, সেসব এলাকায় সম্পদের অবর্ণনীয় ক্ষতি হয়েছে।’

গভর্নর জন বেল অ্যাডওয়ার্ডস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটাকে ‘বিপর্যয়’ বলে ঘোষণা করেছেন। বাইডেন উদ্ধার অভিযান পরিচালনা ও পুনর্বাসন-পুনর্গঠনের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তহবিল ঘোষণা করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইডার আঘাতে যুক্তরাষ্ট্রে মৃত্যু, ‘বিপর্যয়’ ঘোষণা বাইডেনের

আপডেট : ১২:০৬:১১ অপরাহ্ন, সোমাবার, ৩০ অগাস্ট ২০২১
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে হ্যারিকেন আইডার আঘাতে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে আঘাত হানে এ হ্যারিকেন। ইউএসএ টুডে এ খবর জানিয়েছে।

ভয়াবহ এ ঝড়ে আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে গাছ উপড়ে একজন আহত হয়েছেন বলেও জানা গেছে। বিবিসির খবরে বলা হয়, হ্যারিকেন আইডা আঘাতের পর নিউ অরলিন্স শহর পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়ে। লুইজিয়ানা অঙ্গরাজ্যের সাড়ে সাত লাখেরও বেশি মানুষ এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

লুইজিয়ানার গভর্নর জন বেল অ্যাডওয়ার্ডস এক বিবৃতিতে রোববার রাতে বলেন, ‘আজ রাতে আমরা কমপক্ষে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারছি; দুঃখের সঙ্গে জানাচ্ছি, আরও মৃত্যু থাকতে পারে।’

তিনি বলেন, ‘আমাদের হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। যেসব এলাকায় এ ঝড় আঘাত হেনেছে, সেসব এলাকায় সম্পদের অবর্ণনীয় ক্ষতি হয়েছে।’

গভর্নর জন বেল অ্যাডওয়ার্ডস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটাকে ‘বিপর্যয়’ বলে ঘোষণা করেছেন। বাইডেন উদ্ধার অভিযান পরিচালনা ও পুনর্বাসন-পুনর্গঠনের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তহবিল ঘোষণা করেছেন।