গাদ্দাফিপুত্র সাদি কারামুক্ত
প্রতিনিধির নাম
- আপডেট : ১১:২৪:০০ পূর্বাহ্ন, সোমাবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / 160
লিবিয়ার সাবেক শাসক কর্নেল মুয়াম্মার আল গাদ্দাফির পুত্র সাদি গাদ্দাফি কারামুক্ত হয়েছেন। সোমবার আল জাজিরা জানায়, লিবিয়ার কর্তৃপক্ষ সাদি গাদ্দাফিকে কারাগার থেকে মুক্তি দিয়েছে।
বার্তসংস্থা রয়টার্সকে রোববার লিবিয়া সরকারের এক কর্মকর্তা জানান, ৪৭ বছরের সাদিকে মুক্তি দেয়ার পরপরই বিমানে তুরস্কের ইস্তানবুলে পাঠানো হয়েছে।
২০১১ সালে লিবিয়াজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। পরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো কর্নেল গাদ্দাফি সরকারের পতন ঘটাতে বিমান হামলা শুরু করে। বিমান হামলার মুখে সীমান্তবর্তী একটি শহরে নিহত হন কর্নেল গাদ্দাফি।
এ সময় প্রতিবেশি নাইজারে পালিয়ে যান সাদি। পরে বন্দী বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনে লিবিয়ার সরকার। সেই থেকে তিনি রাজধানী ত্রিপোলিতে বন্দী ছিলেন।
সাদি ছিলেন একজন পেশাদার ফুটবলার। তার বিরুদ্ধে বিক্ষোভকারীদের পর নিপীড়ন চালানো এবং ২০০৫ সালে লিবিয়ার ফুটবল কোচ বশির আল রায়ানিকে হত্যার অভিযোগ আনা হয়। ২০১৮ সালে তিনি রায়ানি হত্যার দায় থেকে অব্যহতি পান।