ভারতে করোনায় মৃত্যু ছয় মাসে সর্বনিম্ন

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:৩২:০৬ পূর্বাহ্ন, সোমাবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • / 172

ছবি: সংগ্রহীত

পাঁচ দিন পর ভারতের দৈনিক করোনা সংক্রমণ ৪০ হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩০ লাখ ২৭ হাজার ৬২১। খবর আনন্দবাজার অনলাইনের।

আক্রান্তের পাশাপাশি কমেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ২১৯ জনের। এ বছর ৩০ মার্চের পর দৈনিক মৃতের সংখ্যা এ প্রথম এত কম হল। অর্থাৎ প্রায় ছ’মাস পর ৩০০-র নীচে নামল দৈনিক মৃত্যু। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, পুরো মহামারি পর্বে ভারতে মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৪০ হাজার ৭৫২ জন।

আক্রান্ত কম হওয়ায় গত ২৪ ঘণ্টায় ভারতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। তবে তা এখনো চার লাখের বেশি। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ৪ হাজার ৮৭৪ জন। ভারতের দৈনিক সংক্রমণের হারও আড়াই শতাংশের বেশি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে করোনায় মৃত্যু ছয় মাসে সর্বনিম্ন

আপডেট : ১১:৩২:০৬ পূর্বাহ্ন, সোমাবার, ৬ সেপ্টেম্বর ২০২১
পাঁচ দিন পর ভারতের দৈনিক করোনা সংক্রমণ ৪০ হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩০ লাখ ২৭ হাজার ৬২১। খবর আনন্দবাজার অনলাইনের।

আক্রান্তের পাশাপাশি কমেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ২১৯ জনের। এ বছর ৩০ মার্চের পর দৈনিক মৃতের সংখ্যা এ প্রথম এত কম হল। অর্থাৎ প্রায় ছ’মাস পর ৩০০-র নীচে নামল দৈনিক মৃত্যু। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, পুরো মহামারি পর্বে ভারতে মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৪০ হাজার ৭৫২ জন।

আক্রান্ত কম হওয়ায় গত ২৪ ঘণ্টায় ভারতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। তবে তা এখনো চার লাখের বেশি। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ৪ হাজার ৮৭৪ জন। ভারতের দৈনিক সংক্রমণের হারও আড়াই শতাংশের বেশি রয়েছে।