সাবেক আফগান ভাইস প্রেসিডেন্টের ভাইকে হত্যা
প্রতিনিধির নাম
- আপডেট : ১১:২৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / 141
আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহের ভাই রহুল্লাহ আজিজিকে তালেবান হত্যা করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকায় তাকে হত্যা করে তালেবান যোদ্ধারা। সালেহের ভাতিজা এই তথ্য শ্চিত করেছেন। আফগানিস্তানে বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ এলাকা পাঞ্জশিরে তালেবান বিরোধী প্রতিরোধ বাহিনীর নেতৃত্বে আহমদ মাসুদের মতো আমরুল্লাহ সালেহও ছিলেন। কয়েকদিন আগে বিদ্রোহীদের এই সর্বশেষ ঘাঁটিও নিজেদের দখলে নেয় তালেবান। এরপরই সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহের ভাই রহুল্লাহ আজিজিকে হত্যা খবর পাওয়া গেলো।
এক ক্ষুদে বার্তার মাধ্যমে আমরুল্লাহ সালেহের ভাতিজা এবাদুল্লাহ সালেহ জানায়, তালেবান আমার চাচাকে হত্যা করেছে।
তিনি আরও বলেন, তালেবান গতকাল (বৃহস্পতিবার) আমার চাচাকে হত্যা করে এবং পরে তার লাশ দাফন করার সুযোগও আমাদের দেয়া হয়নি। তারা বলছিল- তার লাশ পচে যাওয়া উচিত।