টিকা না নেয়া ব্যক্তির কোভিডে মৃত্যুঝুঁকি ১১ গুণ বেশি

প্রতিনিধির নাম
  • আপডেট : ০২:৫১:৩৪ অপরাহ্ন, সোমাবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
  • / 130

আন্তর্জাতিক ডেস্ক

করোনা ভাইরাস ঠেকাতে টিকা না নেয়া ব্যক্তিদের মৃত্যু-ঝুঁকি যারা পুরো ডোজ (দুই ডোজ) টিকা নিয়েছেন, তাদের তুলনায় ১১ গুণ বেশি। যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর ওয়াশিংটন পোস্টের।

স্থানীয় সময় শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, টিকা না নেয়া ব্যক্তিদের হাসপাতালে ভর্তির হারও বেশি। এটা করোনা টিকার পূর্ণ ডোজ নেয়া ব্যক্তিদের চেয়ে অন্তত ১০ গুণ বেশি।

প্রতিবেদনে করোনা ভাইরাসের ডেল্টা ধরন মোকাবেলায় টিকার গুরুত্ব তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ডেল্টা টিকা গ্রহণকারীদের প্রতিরোধ ক্ষমতা ভেদ করতে পারলেও গুরুতর অসুস্থতা ঠেকাতে কার্যকর।

প্রতিবেদনে ফাইজার বায়োএনটেকের টিকার চেয়ে মডার্নার টিকাকে অধিকতর কার্যকর বলে উল্লেখ করা হয়েছে। ৩২ হাজার রোগীর ওপর পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ গবেষণা প্রতিবেদন করা হয়েছে।

সিডিসির ওই প্রতিবেদনে ডেল্টার বিরুদ্ধে বিভিন্ন টিকার কার্যকারিতা সম্পর্কে ধারণা দেয়া হয়। এতে বলা হয়, করোনা প্রতিরোধে ৯২ শতাংশ কার্যকর মডার্নার টিকা; এর পরই আছে ফাইজার (৭৭ শতাংশ) এবং জনসন এন্ড জনসন (৬৫ শতাংশ)।

শুক্রবার সিডিসির পরিচালক ডা. রোচেল ভলেনস্কি এক সংবাদ সম্মেলনে বলেন, গত দুই মাস ধরে যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টা ধরনের দাপটের মধ্যে দেখা গেছে – যারা টিকা নেননি তাদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি সাড়ে চারগুণ বেশি, হাসপাতালে ভর্তির সম্ভাবনা ১০ গুণ বেশি এবং মৃত্যুর শঙ্কা ১১ গুণ বেশি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সামনের দিনগুলোতে অনেকেরই বুস্টার ডোজ বা টিকার তৃতীয় ডোজ দরকার হতে পারে।

প্রসঙ্গত, করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। সেখানে এ পর্যন্ত সাড়ে ৬ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভয়ানক এ ভাইরাস।

এখনও যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ঠেকানো সম্ভব হচ্ছে না। গত আটদিন ধরে দেশটিতে গড় মৃত্যু থাকছে দেড় হাজারের বেশি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টিকা না নেয়া ব্যক্তির কোভিডে মৃত্যুঝুঁকি ১১ গুণ বেশি

আপডেট : ০২:৫১:৩৪ অপরাহ্ন, সোমাবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
করোনা ভাইরাস ঠেকাতে টিকা না নেয়া ব্যক্তিদের মৃত্যু-ঝুঁকি যারা পুরো ডোজ (দুই ডোজ) টিকা নিয়েছেন, তাদের তুলনায় ১১ গুণ বেশি। যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর ওয়াশিংটন পোস্টের।

স্থানীয় সময় শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, টিকা না নেয়া ব্যক্তিদের হাসপাতালে ভর্তির হারও বেশি। এটা করোনা টিকার পূর্ণ ডোজ নেয়া ব্যক্তিদের চেয়ে অন্তত ১০ গুণ বেশি।

প্রতিবেদনে করোনা ভাইরাসের ডেল্টা ধরন মোকাবেলায় টিকার গুরুত্ব তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ডেল্টা টিকা গ্রহণকারীদের প্রতিরোধ ক্ষমতা ভেদ করতে পারলেও গুরুতর অসুস্থতা ঠেকাতে কার্যকর।

প্রতিবেদনে ফাইজার বায়োএনটেকের টিকার চেয়ে মডার্নার টিকাকে অধিকতর কার্যকর বলে উল্লেখ করা হয়েছে। ৩২ হাজার রোগীর ওপর পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ গবেষণা প্রতিবেদন করা হয়েছে।

সিডিসির ওই প্রতিবেদনে ডেল্টার বিরুদ্ধে বিভিন্ন টিকার কার্যকারিতা সম্পর্কে ধারণা দেয়া হয়। এতে বলা হয়, করোনা প্রতিরোধে ৯২ শতাংশ কার্যকর মডার্নার টিকা; এর পরই আছে ফাইজার (৭৭ শতাংশ) এবং জনসন এন্ড জনসন (৬৫ শতাংশ)।

শুক্রবার সিডিসির পরিচালক ডা. রোচেল ভলেনস্কি এক সংবাদ সম্মেলনে বলেন, গত দুই মাস ধরে যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টা ধরনের দাপটের মধ্যে দেখা গেছে – যারা টিকা নেননি তাদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি সাড়ে চারগুণ বেশি, হাসপাতালে ভর্তির সম্ভাবনা ১০ গুণ বেশি এবং মৃত্যুর শঙ্কা ১১ গুণ বেশি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সামনের দিনগুলোতে অনেকেরই বুস্টার ডোজ বা টিকার তৃতীয় ডোজ দরকার হতে পারে।

প্রসঙ্গত, করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। সেখানে এ পর্যন্ত সাড়ে ৬ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভয়ানক এ ভাইরাস।

এখনও যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ঠেকানো সম্ভব হচ্ছে না। গত আটদিন ধরে দেশটিতে গড় মৃত্যু থাকছে দেড় হাজারের বেশি।