ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শরণার্থী সহায়তায় একাট্টা সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৪৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
  • / 99
সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট (রিপাবলিকান দলের জর্জ ডব্লিউ বুশ, ডেমোক্র্যাটিক দলের বিল ক্লিনটন ও বারাক ওবামা) যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়া আফগান শরণার্থীদের জায়গা পাকাপোক্ত করতে একাট্টা হয়েছেন। বুধবার এনডিটিভি এ খবর জানিয়েছে।

সাবেক এ তিন প্রেসিডেন্টের দুজন ডেমোক্র্যাটিক দলের হলেও একজন রিপাবলিকান দলের। শরণার্থীদের সহায়তায় তারা যে সংগঠনটি তৈরি করেছেন, এর নাম দিয়েছেন ‘ওয়েলকাম ইউএস’। এতে ওই তিন মার্কিন প্রেসিডেন্টের স্ত্রীরাও অংশ নেবেন।

এ ছাড়া সংগঠনটিতে মার্কিন ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও থাকবেন। স্থানীয় সময় মঙ্গলবার সংগঠনটি একটি ওয়েবসাইট চালু করেছে।

গত ১৫ আগস্ট তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ হাতে নেয়। এর পর থেকেই যুক্তরাষ্ট্র স্মরণকালের সবচেয়ে বৃহত্তম উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে। কাবুল বিমানবন্দর থেকে সরিয়ে নেয়া হয় লক্ষাধিক আফগান শরণার্থীকে।

গত ৩১ আগস্ট এ অভিযান শেষ হয়। কাবুল বিমানবন্দর থেকে উদ্ধার হওয়া শরণার্থীদের অধিকাংশই যুক্তরাষ্ট্রে রয়েছেন। তাদের আবাসন সংকটসহ নানা সমস্যা নিরসনে তিন প্রেসিডেন্টের ওই সংগঠনটি কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শরণার্থী সহায়তায় একাট্টা সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট

আপডেট : ০১:৪৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট (রিপাবলিকান দলের জর্জ ডব্লিউ বুশ, ডেমোক্র্যাটিক দলের বিল ক্লিনটন ও বারাক ওবামা) যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়া আফগান শরণার্থীদের জায়গা পাকাপোক্ত করতে একাট্টা হয়েছেন। বুধবার এনডিটিভি এ খবর জানিয়েছে।

সাবেক এ তিন প্রেসিডেন্টের দুজন ডেমোক্র্যাটিক দলের হলেও একজন রিপাবলিকান দলের। শরণার্থীদের সহায়তায় তারা যে সংগঠনটি তৈরি করেছেন, এর নাম দিয়েছেন ‘ওয়েলকাম ইউএস’। এতে ওই তিন মার্কিন প্রেসিডেন্টের স্ত্রীরাও অংশ নেবেন।

এ ছাড়া সংগঠনটিতে মার্কিন ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও থাকবেন। স্থানীয় সময় মঙ্গলবার সংগঠনটি একটি ওয়েবসাইট চালু করেছে।

গত ১৫ আগস্ট তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ হাতে নেয়। এর পর থেকেই যুক্তরাষ্ট্র স্মরণকালের সবচেয়ে বৃহত্তম উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে। কাবুল বিমানবন্দর থেকে সরিয়ে নেয়া হয় লক্ষাধিক আফগান শরণার্থীকে।

গত ৩১ আগস্ট এ অভিযান শেষ হয়। কাবুল বিমানবন্দর থেকে উদ্ধার হওয়া শরণার্থীদের অধিকাংশই যুক্তরাষ্ট্রে রয়েছেন। তাদের আবাসন সংকটসহ নানা সমস্যা নিরসনে তিন প্রেসিডেন্টের ওই সংগঠনটি কাজ করবে।