টাইমের প্রভাবশালীদের তালিকায় মমতা

প্রতিনিধির নাম
  • আপডেট : ০২:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
  • / 145
বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম যে তালিকা প্রকাশ করেছে তাতে আছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আছেন।

টাইম ম্যাগাজিনের ওই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আছেন। এ ছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও তালিকায় স্থান পেয়েছেন। স্থানীয় সময় বুধবার তালিকাটি প্রকাশিত হয়।

প্রভাবশালী রাজনীতিকের তালিকায় থাকা মমতা ব্যানার্জি সম্পর্কে টাইম ম্যাগাজিন লিখেছে, ভারতীয় রাজনীতিতে তিনি (মমতা) দৃঢ় মুখ। তার দল সম্পর্কে বলা হয়, ‘তিনি (মমতা) দলকে নেতৃত্ব দেন না, তিনি নিজেই এক দল।’ মমতার মধ্যে গণমূখী আন্দোলন করার ক্ষমতা রয়েছে বলেও উল্লেখ করা হয়।

পশ্চিমবঙ্গের সর্বশেষ বিধানসভা নির্বাচনে বিপুল বিজয় পেয়েছিলেন মমতা। ওই নির্বাচনে অনাকাঙ্খিত ভরাডুবি হয়েছিল ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির। দলটির শীর্ষ নেতারা উঠেপড়ে লেগেও হারাতে পারেননি তৃণমূল কংগ্রেসকে।

ধারণা করা হচ্ছে, আগামীতে পুরো ভারতের জাতীয় রাজনীতিতে মোদিবিরোধী মুখ হতে পারেন মমতা। সামনে ভারতের লোকসভা নির্বাচন। ওই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তার অবস্থান হতে পারে দৃঢ়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাইমের প্রভাবশালীদের তালিকায় মমতা

আপডেট : ০২:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম যে তালিকা প্রকাশ করেছে তাতে আছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আছেন।

টাইম ম্যাগাজিনের ওই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আছেন। এ ছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও তালিকায় স্থান পেয়েছেন। স্থানীয় সময় বুধবার তালিকাটি প্রকাশিত হয়।

প্রভাবশালী রাজনীতিকের তালিকায় থাকা মমতা ব্যানার্জি সম্পর্কে টাইম ম্যাগাজিন লিখেছে, ভারতীয় রাজনীতিতে তিনি (মমতা) দৃঢ় মুখ। তার দল সম্পর্কে বলা হয়, ‘তিনি (মমতা) দলকে নেতৃত্ব দেন না, তিনি নিজেই এক দল।’ মমতার মধ্যে গণমূখী আন্দোলন করার ক্ষমতা রয়েছে বলেও উল্লেখ করা হয়।

পশ্চিমবঙ্গের সর্বশেষ বিধানসভা নির্বাচনে বিপুল বিজয় পেয়েছিলেন মমতা। ওই নির্বাচনে অনাকাঙ্খিত ভরাডুবি হয়েছিল ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির। দলটির শীর্ষ নেতারা উঠেপড়ে লেগেও হারাতে পারেননি তৃণমূল কংগ্রেসকে।

ধারণা করা হচ্ছে, আগামীতে পুরো ভারতের জাতীয় রাজনীতিতে মোদিবিরোধী মুখ হতে পারেন মমতা। সামনে ভারতের লোকসভা নির্বাচন। ওই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তার অবস্থান হতে পারে দৃঢ়।