পশ্চিমবঙ্গে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ বাড়ছে
- আপডেট : ০২:২৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
- / 140
কলকাতা মেডিকেল কলেজে হাওড়া, হুগলি থেকে আসা শিশুরাও জ্বর নিয়ে ভর্তি হয়েছেন। কোভিডকালে শিশুদের এই জ্বর নিয়ে চিন্তিত এবং সতর্ক কলকাতার রাজ্য স্বাস্থ্য দপ্তরও। পরিস্থিতির উপর নজর রাখতে স্বাস্থ্য দপ্তর একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। সেই কমিটির সদস্যেরা জ্বরের কারণ খুঁজে তার চিকিৎসা পদ্ধতি সংক্রান্ত নির্দেশিকা প্রস্তত করছেন।
অসুস্থ শিশুদের লালারসের নমুনা সংগ্রহ করে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় জ্বরের যে যে কারণ পাওয়া গেছে, তার মধ্যে আছে, রেসপিরেটরি সিনসেটিয়াল ভাইরাস (আরএস ভাইরাস)। এ ছাড়াও প্যারা ইনফ্লুয়েঞ্জা সন্দেহে কিছু নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে।
শিশু চিকিৎসক মিহির সরকার জানিয়েছেন, আক্রান্ত শিশুদের মধ্যে জ্বর, নাক দিয়ে জল পড়া, গলা ব্যথার মতো উপসর্গ রয়েছে। জ্বর এবং শ্বাসকষ্টে কাবু বেশ কিছু শিশুকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। নিউমোনিয়া এবং তা থেকে শ্বাসকষ্টের জন্য অক্সিজেন দিতে হচ্ছে অসুস্থ শিশুদের মধ্যে অনেককে। পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগেই চিকিৎসা শুরু করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।