ইন্দোনেশিয়ায় গোলাগুলিতে শীর্ষ জঙ্গি নেতা নিহত
প্রতিনিধির নাম
- আপডেট : ১২:৫৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / 127
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক ‘গোলাগুলিতে’ নিহত হয়েছেন ইন্দোনেশিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী এমআইটির (ইস্ট ইন্দোনেশিয়া মুজাহিদিন) শীর্ষ নেতা আলী কালোরা ও এমআইটির অপর নেতা জাকা রমজান ওরফে ইকরিমা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ও বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
ইন্দোনেশীয় পুলিশের বিবৃতির বরাতে প্রতিবেদনে বলা হয়, সুলাওয়েসি দ্বীপের আঞ্চলিক সামরিক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ মাকরুফ জানান, শনিবার সুলাওয়েসি দ্বীপের একটি গ্রামে একটি যৌথ অভিযান চালানো হয়। এসময় দু’পক্ষের গোলাগুলিতে এমআইটির নেতা আলী কালোরা নিহত হয়। জঙ্গিগোষ্ঠীর আরেক সদস্য জাকা রমাদান ওরফে ইকরিমা গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরকদ্রব্য, এম ১৬ রাইফেল ও দুটি চাপাতি উদ্ধার করার কথাও জানায় দেশটির নিরাপত্তা বাহিনী।