ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:১৬:০৮ পূর্বাহ্ন, সোমাবার, ২০ সেপ্টেম্বর ২০২১
  • / 97
রাশিয়ার পের্ম শহরের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে ওই বন্দুকধারী বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে প্রবেশ করে এবং গুলি চালাতে থাকে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে বিবিসির এ খবর জানেয়েছে।

এলোপাথাড়ি গুলি চলতে থাকেল পের্ম স্টেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষক ও শিক্ষার্থীরা ভবনের ভেতরে আশ্রয় নেন এবং লুকানোর চেষ্টা চালান। অনেকে আতঙ্কে বিশ্ববিদ্যালয় ভবনের জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়েন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

হামলাকারীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, ওই হামলাকারীও একজন শিক্ষার্থী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

পের্ম স্ট্যাট বিশ্ববিদ্যালয়টি রাশিয়ার রাজধানী মস্কো থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার পূর্বে উরাল প্রদেশে অবস্থিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বন্দুকধারী গুলি চালানো শুরু করলে ক্যাম্পাসে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। দ্বিতলা ভবনের জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়ছিলেন শিক্ষার্থীরা।

হামলার কারণ জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই হামলাকারী লিখেছে, কাজটি তিনি (হামলাকারী) একাই করেছেন এবং কোনো রাজনৈতিক বা ধর্মীয় প্ররোচনা থেকে নয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

আপডেট : ১১:১৬:০৮ পূর্বাহ্ন, সোমাবার, ২০ সেপ্টেম্বর ২০২১
রাশিয়ার পের্ম শহরের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে ওই বন্দুকধারী বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে প্রবেশ করে এবং গুলি চালাতে থাকে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে বিবিসির এ খবর জানেয়েছে।

এলোপাথাড়ি গুলি চলতে থাকেল পের্ম স্টেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষক ও শিক্ষার্থীরা ভবনের ভেতরে আশ্রয় নেন এবং লুকানোর চেষ্টা চালান। অনেকে আতঙ্কে বিশ্ববিদ্যালয় ভবনের জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়েন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

হামলাকারীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, ওই হামলাকারীও একজন শিক্ষার্থী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

পের্ম স্ট্যাট বিশ্ববিদ্যালয়টি রাশিয়ার রাজধানী মস্কো থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার পূর্বে উরাল প্রদেশে অবস্থিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বন্দুকধারী গুলি চালানো শুরু করলে ক্যাম্পাসে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। দ্বিতলা ভবনের জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়ছিলেন শিক্ষার্থীরা।

হামলার কারণ জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই হামলাকারী লিখেছে, কাজটি তিনি (হামলাকারী) একাই করেছেন এবং কোনো রাজনৈতিক বা ধর্মীয় প্ররোচনা থেকে নয়।