নৌবাহিনী বড় নিয়োগ, তালাক গ্রহণযোগ্য নয়

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
  • / 200
২০২২-এ ব্যাচের জন্য সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম- নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি(নৌ)

পদের সংখ্যা– নির্ধারিত নয়

কাজের ধরন- পূর্ণকালীন

প্রতিষ্ঠানের নাম– বাংলাদেশ নৌবাহিনী

শাখার নাম – ডিই/ ইউসি (সিম্যান,কমিউনিকেশন ও টেকনিক্যাল)

কর্মস্থল– বাহিনী কর্তৃক নির্ধারিত স্থানে

শিক্ষাগত যোগ্যতা

১। এসএসসি বা সমমান, বিজ্ঞান বিভাগে ৩. ৫০ থাকতে হবে।

২। উচ্চতর গণিত থাকলে ও বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইন্সস্টিটিউট হতে এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে।

শাখার নাম- পেট্রোলম্যান,কুক,স্টুয়ার্ড , এমওডিসি(নৌ), রাইটার ও স্টোর

শিক্ষাগত যোগ্যতা

১। পেট্রোলম্যান, এমওডিসি(নৌ),রাইটার ও স্টোর এর ক্ষেত্রে এসএসসি বা সমমানে নূন্যতম জিপিএ ৩. ০০ থাকতে হবে।

২। কুক, স্টুয়ার্ড এর ক্ষেত্রে এসএসসি বা সমমানে নূন্যতম জিপিএ ২. ৫০ থাকতে হবে।

৩। পেট্রোলম্যান, এমওডিসি(নৌ),রাইটার ও স্টোর শাখায় শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে।

৪। কুক, স্টুয়ার্ড শাখায় পুরুষ ও মহিলা উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবে।

শাখার নাম – মেডিকেল

শিক্ষাগত যোগ্যতা

১। জীববিজ্ঞান সহ এসএসসি বা সমমান।

২। জিপিএ নুন্যতম ৩. ৫০ থাকতে হবে।

৩। পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবে।

শাখার নাম – টোপাস

শিক্ষাগত যোগ্যতা

১। ৮ম শ্রেণী পাস।

২। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে।

শারীরিক যোগ্যতা

১। সিম্যান(পুরুষ) এর ক্ষেত্রে উচ্চতা ৫-৬ ইঞ্চি, বুকের মাপ (৩০-৩২) ইঞ্চি

২। পেট্রোলম্যান এর ক্ষেত্রে উচ্চতা ৫-৮ ইঞ্চি, বুকের মাপ (৩০-৩২) ইঞ্চি

৩। অন্যান্য শাখার ক্ষেত্রে (কমিউনিকেশন ও টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস উচ্চতা ৫-৪ ইঞ্চি, বুকের মাপ(৩০-৩২) ইঞ্চি (পুরুষ) ও উচ্চতা ৫-২ ইঞ্চি, বুকের মাপ(২৮-৩০)ইঞ্চি (মহিলা)

৪। এমওডিসি (নৌ) (পুরুষ) উচ্চতা ৫-৬ ইঞ্চি

আবেদন যোগ্যতা

১। বয়সসীমা ১৭-২২ বছর।

২। সাঁতার জানা বাধ্যতামূলক।

৩। অবিবাহিত হতে হবে। তবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়।

বেতন ও অন্যান্য সুবিধা

১। সশস্র বাহিনীর বেতন অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা প্রদান।

আবেদন প্রক্রিয়া

আগ্রহীরা https://joinnavy.navy.mil.bd/ এই ঠিকানায় আবেদন করতে পারবেন।

আবেদন তারিখ

২০ সেপ্টেম্বর ২০২১

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নৌবাহিনী বড় নিয়োগ, তালাক গ্রহণযোগ্য নয়

আপডেট : ১২:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
২০২২-এ ব্যাচের জন্য সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম- নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি(নৌ)

পদের সংখ্যা– নির্ধারিত নয়

কাজের ধরন- পূর্ণকালীন

প্রতিষ্ঠানের নাম– বাংলাদেশ নৌবাহিনী

শাখার নাম – ডিই/ ইউসি (সিম্যান,কমিউনিকেশন ও টেকনিক্যাল)

কর্মস্থল– বাহিনী কর্তৃক নির্ধারিত স্থানে

শিক্ষাগত যোগ্যতা

১। এসএসসি বা সমমান, বিজ্ঞান বিভাগে ৩. ৫০ থাকতে হবে।

২। উচ্চতর গণিত থাকলে ও বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইন্সস্টিটিউট হতে এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে।

শাখার নাম- পেট্রোলম্যান,কুক,স্টুয়ার্ড , এমওডিসি(নৌ), রাইটার ও স্টোর

শিক্ষাগত যোগ্যতা

১। পেট্রোলম্যান, এমওডিসি(নৌ),রাইটার ও স্টোর এর ক্ষেত্রে এসএসসি বা সমমানে নূন্যতম জিপিএ ৩. ০০ থাকতে হবে।

২। কুক, স্টুয়ার্ড এর ক্ষেত্রে এসএসসি বা সমমানে নূন্যতম জিপিএ ২. ৫০ থাকতে হবে।

৩। পেট্রোলম্যান, এমওডিসি(নৌ),রাইটার ও স্টোর শাখায় শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে।

৪। কুক, স্টুয়ার্ড শাখায় পুরুষ ও মহিলা উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবে।

শাখার নাম – মেডিকেল

শিক্ষাগত যোগ্যতা

১। জীববিজ্ঞান সহ এসএসসি বা সমমান।

২। জিপিএ নুন্যতম ৩. ৫০ থাকতে হবে।

৩। পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবে।

শাখার নাম – টোপাস

শিক্ষাগত যোগ্যতা

১। ৮ম শ্রেণী পাস।

২। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে।

শারীরিক যোগ্যতা

১। সিম্যান(পুরুষ) এর ক্ষেত্রে উচ্চতা ৫-৬ ইঞ্চি, বুকের মাপ (৩০-৩২) ইঞ্চি

২। পেট্রোলম্যান এর ক্ষেত্রে উচ্চতা ৫-৮ ইঞ্চি, বুকের মাপ (৩০-৩২) ইঞ্চি

৩। অন্যান্য শাখার ক্ষেত্রে (কমিউনিকেশন ও টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস উচ্চতা ৫-৪ ইঞ্চি, বুকের মাপ(৩০-৩২) ইঞ্চি (পুরুষ) ও উচ্চতা ৫-২ ইঞ্চি, বুকের মাপ(২৮-৩০)ইঞ্চি (মহিলা)

৪। এমওডিসি (নৌ) (পুরুষ) উচ্চতা ৫-৬ ইঞ্চি

আবেদন যোগ্যতা

১। বয়সসীমা ১৭-২২ বছর।

২। সাঁতার জানা বাধ্যতামূলক।

৩। অবিবাহিত হতে হবে। তবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়।

বেতন ও অন্যান্য সুবিধা

১। সশস্র বাহিনীর বেতন অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা প্রদান।

আবেদন প্রক্রিয়া

আগ্রহীরা https://joinnavy.navy.mil.bd/ এই ঠিকানায় আবেদন করতে পারবেন।

আবেদন তারিখ

২০ সেপ্টেম্বর ২০২১