চুলের যত্নে পেঁয়াজের রস

প্রতিনিধির নাম
  • আপডেট : ০২:৪১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • / 278
::লাইফস্টাইল ডেস্ক::
আমাদের মধ্যে এমন কেউ নেই যে সুস্থ এবং উজ্জ্বল চুল চায় না। আমরা লম্বা এবং সুন্দর চুল পাওয়ার উপায় খুঁজতে থাকি। তাছাড়া আমরা কেউই চুল পড়া, অকালে টাক পড়া, রুক্ষ হয়ে যাওয়া এবং চুল সম্পর্কিত অন্যান্য অনেক সমস্যা থেকেও দূরে থাকতে চাই। যদি আপনি চুল ঝরে যাওয়ার সমস্যা দূর করতে এবং আগের মতো ঘন চুল ফিরে পেতে চান তবে ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস।

পেঁয়াজের রস নতুন চুল গজানো এবং নতুন চুলের বৃদ্ধির জন্য একটি নিশ্চিত পদ্ধতি। এটি চুলের সমস্যা মোকাবেলার অন্যতম সেরা উপায়। পেঁয়াজের রস অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম ক্যাটালেসের মাত্রা বাড়িয়ে চুলের বৃদ্ধিকে উন্নত করে। এটি সালফার সমৃদ্ধ উপাদান দিয়ে চুলের ফলিকলকে পুষ্ট করে। সমৃদ্ধ সালফার উপাদান চুল পাতলা ও ভাঙা কমাতেও সাহায্য করে।

মাথার ত্বক আর্দ্র রাখতে

চুল ময়েশ্চারাইজ ও কন্ডিশন করতে অলিভ অয়েল এবং পেঁয়াজের রসের মিশ্রণ ভীষণ উপকারী। সেইসঙ্গে এই মিশ্রণ মাথার ত্বককে ময়েশ্চারাইজ করতে এবং খুশকি তাড়াতেও সাহায্য করে। মিশ্রণটি তৈরির জন্য লাগবে ২ টেবিল চামচ অলিভ অয়েল ও ৩ টেবিল চামচ পেঁয়াজের রস।

উপকরণ দু’টি ভালোভাবে মিশিয়ে নিয়ে মাথার ত্বকে মাসাজ করতে হবে। এতে মাথার ত্বকে রক্ত চলাচল ভালো হয়। মাসাজ করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে চুল ধুয়ে ফেলবেন না যেন! এভাবেই রেখে দিন ঘণ্টা দুয়েক। এরপর কোনো সুন্দর গন্ধযুক্ত মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন। কারণ পেঁয়াজের গন্ধ আপনার বিরক্তির কারণ হতে পারে। গন্ধ দূর করার জন্য শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিতে পারেন এসেন্সিয়াল অয়েল।

খুশকি দূর করে

খুশকি দূর করতে সাহায্য করে টি-ট্রি অয়েল, এদিকে চুলে পুষ্টি যোগায় নারিকেল তেল। পেঁয়াজের রসের সঙ্গে এই দু’টি তেল মেশালে তা আরও বেশি কার্যকরী হয়ে ওঠে। খুশকি দূর করার জন্য আর দুশ্চিন্তার প্রয়োজন নেই, প্রয়োজন হবে ২ টেবিল চামচ পেঁয়াজের রস, ২ টেবিল চামচ নারিকেল তেল ও ৪-৫ ফোঁটা টি-ট্রি অয়েল। এরপর সব উপকরণ ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে মিশ্রণটি মাথার ত্বকে ভালোভাবে মাসাজ করুন। ঘণ্টাখানেক পর চুল ভালো করে ধুয়ে নিন।

চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনে

পেঁয়াজের রস চুলের জন্য উপকারী তো বটেই, আলুর রসও কিন্তু কম উপকারী নয়। আলুর রস চুলের ফলিকল স্টিম্যুলেট করে নতুন চুল গজাতে সাহায্য করে। আলুর রসে থাকে ভিটামিন বি, ভিটামিন সি এবং জিঙ্ক অক্সাইড। এসব উপাদান চুলের জন্য ভীষণ কার্যকরী। মিশ্রণ তৈরির জন্য প্রয়োজন হবে ২ টেবিল চামচ পেঁয়াজের রস ও ২ টেবিল চামচ আলুর রস। পেঁয়াজ এবং আলুর রস একসঙ্গে মিশিয়ে নিন। এবার পরিষ্কার তুলার সাহায্যে ভালো করে স্ক্যাল্পে লাগান। দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে মাসাজ করুন। এভাবে দুই ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চুলের যত্নে পেঁয়াজের রস

আপডেট : ০২:৪১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
::লাইফস্টাইল ডেস্ক::
আমাদের মধ্যে এমন কেউ নেই যে সুস্থ এবং উজ্জ্বল চুল চায় না। আমরা লম্বা এবং সুন্দর চুল পাওয়ার উপায় খুঁজতে থাকি। তাছাড়া আমরা কেউই চুল পড়া, অকালে টাক পড়া, রুক্ষ হয়ে যাওয়া এবং চুল সম্পর্কিত অন্যান্য অনেক সমস্যা থেকেও দূরে থাকতে চাই। যদি আপনি চুল ঝরে যাওয়ার সমস্যা দূর করতে এবং আগের মতো ঘন চুল ফিরে পেতে চান তবে ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস।

পেঁয়াজের রস নতুন চুল গজানো এবং নতুন চুলের বৃদ্ধির জন্য একটি নিশ্চিত পদ্ধতি। এটি চুলের সমস্যা মোকাবেলার অন্যতম সেরা উপায়। পেঁয়াজের রস অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম ক্যাটালেসের মাত্রা বাড়িয়ে চুলের বৃদ্ধিকে উন্নত করে। এটি সালফার সমৃদ্ধ উপাদান দিয়ে চুলের ফলিকলকে পুষ্ট করে। সমৃদ্ধ সালফার উপাদান চুল পাতলা ও ভাঙা কমাতেও সাহায্য করে।

মাথার ত্বক আর্দ্র রাখতে

চুল ময়েশ্চারাইজ ও কন্ডিশন করতে অলিভ অয়েল এবং পেঁয়াজের রসের মিশ্রণ ভীষণ উপকারী। সেইসঙ্গে এই মিশ্রণ মাথার ত্বককে ময়েশ্চারাইজ করতে এবং খুশকি তাড়াতেও সাহায্য করে। মিশ্রণটি তৈরির জন্য লাগবে ২ টেবিল চামচ অলিভ অয়েল ও ৩ টেবিল চামচ পেঁয়াজের রস।

উপকরণ দু’টি ভালোভাবে মিশিয়ে নিয়ে মাথার ত্বকে মাসাজ করতে হবে। এতে মাথার ত্বকে রক্ত চলাচল ভালো হয়। মাসাজ করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে চুল ধুয়ে ফেলবেন না যেন! এভাবেই রেখে দিন ঘণ্টা দুয়েক। এরপর কোনো সুন্দর গন্ধযুক্ত মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন। কারণ পেঁয়াজের গন্ধ আপনার বিরক্তির কারণ হতে পারে। গন্ধ দূর করার জন্য শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিতে পারেন এসেন্সিয়াল অয়েল।

খুশকি দূর করে

খুশকি দূর করতে সাহায্য করে টি-ট্রি অয়েল, এদিকে চুলে পুষ্টি যোগায় নারিকেল তেল। পেঁয়াজের রসের সঙ্গে এই দু’টি তেল মেশালে তা আরও বেশি কার্যকরী হয়ে ওঠে। খুশকি দূর করার জন্য আর দুশ্চিন্তার প্রয়োজন নেই, প্রয়োজন হবে ২ টেবিল চামচ পেঁয়াজের রস, ২ টেবিল চামচ নারিকেল তেল ও ৪-৫ ফোঁটা টি-ট্রি অয়েল। এরপর সব উপকরণ ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে মিশ্রণটি মাথার ত্বকে ভালোভাবে মাসাজ করুন। ঘণ্টাখানেক পর চুল ভালো করে ধুয়ে নিন।

চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনে

পেঁয়াজের রস চুলের জন্য উপকারী তো বটেই, আলুর রসও কিন্তু কম উপকারী নয়। আলুর রস চুলের ফলিকল স্টিম্যুলেট করে নতুন চুল গজাতে সাহায্য করে। আলুর রসে থাকে ভিটামিন বি, ভিটামিন সি এবং জিঙ্ক অক্সাইড। এসব উপাদান চুলের জন্য ভীষণ কার্যকরী। মিশ্রণ তৈরির জন্য প্রয়োজন হবে ২ টেবিল চামচ পেঁয়াজের রস ও ২ টেবিল চামচ আলুর রস। পেঁয়াজ এবং আলুর রস একসঙ্গে মিশিয়ে নিন। এবার পরিষ্কার তুলার সাহায্যে ভালো করে স্ক্যাল্পে লাগান। দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে মাসাজ করুন। এভাবে দুই ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।