ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়িয়ায় বিস্ফোরণ: নিখোঁজ মেহেদীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৬:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • / 120

রাজধানীর গুলিস্তানের নর্থ সাউথ রোডের ক্যাফে কুইন মার্কেটের বেজমেন্টে থেকে বাংলাদেশ স্যানিটারি দোকানের ম্যানেজার মেহেদী হাসান স্বপনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সংস্থাটির দাবি, নিখোঁজদের মধ্যে উদ্ধার হওয়া স্বপনের মরদেহই শেষ মরদেহ। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে।

মরদেহ উদ্ধারের বিষয়ে ফায়ার সার্ভিসের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, গত ৭ মার্চ বিস্ফোরণের পর থেকে আমাদের উদ্ধার অভিযান চলমান ছিলো। বুধবার বেলা সোয়া ১২টার দিকে নিখোঁজ স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে ফায়ার সার্ভিস ২০ জনের মরদেহ উদ্ধার করেছে।

বিস্ফোরণ স্থলের সর্বশেষ কি অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ভবনের বেজমেন্টে ৪ থেকে ৫ ফুট ধবংসবাশেষ রয়েছে। আমাদের ফায়ার সার্ভিসের ২০ সদস্য সেগুলো জীবনের ঝুঁকি নিয়ে সরিয়ে মরদেহ উদ্ধার করেছে। আমাদের কাছে থাকা তথ্যানুযায়ী ভবনে আর কোনো মরদেহ নেই।

এটাই যে নিখোঁজ স্বপনের মরদেহ কেউ সনাক্ত করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, নিখোঁজ স্বপনের স্বজনরা উদ্ধার অভিযানে আমাদের সঙ্গে ছিলেন। তারা আমাদের বলেছেন স্বপনের ওজন ছিলো ১২০ কেজি। আমরা যেটি পেয়েছি সেই মরদেহ অনেক ভারি ছিলো। আপনারা দেখেছেন দুটি বডি ব্যাগ ব্যবহার করতে হয়েছে।

উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হবে কি না জানতে চাইল তিনি বলেন, এখনই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয় নি। ফায়ার সার্ভিসের মহাপরিচালকের সঙ্গে কথা বলে জানানো হবে।

তদন্ত কমিটির কার্যক্রমের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ফায়ার সার্ভিস ও রাজউকের পক্ষ থেকে আলাদা কমিটি করা হয়েছে। ফায়ার সার্ভিসের চার সদস্যের কমিটি ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জিমা দিবে। এর আগে বৃহস্প‌তিবার সকা‌লে তৃতীয় দিনের ম‌তো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

এদিকে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

তিনি বলেন, সিদ্দিক বাজারে আহতদের সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি। আহত ব্যক্তিদের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আমাদের এখানে ২০ জন ভর্তি ছিলেন। তাদের মধ্যে পাঁচজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে আমাদের এখানে ১৫ জন চিকিৎসাধীন। এছাড়া শেখ হাসিনা বার্নে ৯ জন ভর্তি আছেন।

অপরদিকে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অপমৃত্যু রাজধানীর বংশাল থানায় মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার সাধারণ ডায়েরি করার পর বুধবার অপমৃত্যুর মামলা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে গুলিস্তানের সিদ্দিক বাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ১৫ জন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলবাড়িয়ায় বিস্ফোরণ: নিখোঁজ মেহেদীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৬:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩

রাজধানীর গুলিস্তানের নর্থ সাউথ রোডের ক্যাফে কুইন মার্কেটের বেজমেন্টে থেকে বাংলাদেশ স্যানিটারি দোকানের ম্যানেজার মেহেদী হাসান স্বপনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সংস্থাটির দাবি, নিখোঁজদের মধ্যে উদ্ধার হওয়া স্বপনের মরদেহই শেষ মরদেহ। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে।

মরদেহ উদ্ধারের বিষয়ে ফায়ার সার্ভিসের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, গত ৭ মার্চ বিস্ফোরণের পর থেকে আমাদের উদ্ধার অভিযান চলমান ছিলো। বুধবার বেলা সোয়া ১২টার দিকে নিখোঁজ স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে ফায়ার সার্ভিস ২০ জনের মরদেহ উদ্ধার করেছে।

বিস্ফোরণ স্থলের সর্বশেষ কি অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ভবনের বেজমেন্টে ৪ থেকে ৫ ফুট ধবংসবাশেষ রয়েছে। আমাদের ফায়ার সার্ভিসের ২০ সদস্য সেগুলো জীবনের ঝুঁকি নিয়ে সরিয়ে মরদেহ উদ্ধার করেছে। আমাদের কাছে থাকা তথ্যানুযায়ী ভবনে আর কোনো মরদেহ নেই।

এটাই যে নিখোঁজ স্বপনের মরদেহ কেউ সনাক্ত করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, নিখোঁজ স্বপনের স্বজনরা উদ্ধার অভিযানে আমাদের সঙ্গে ছিলেন। তারা আমাদের বলেছেন স্বপনের ওজন ছিলো ১২০ কেজি। আমরা যেটি পেয়েছি সেই মরদেহ অনেক ভারি ছিলো। আপনারা দেখেছেন দুটি বডি ব্যাগ ব্যবহার করতে হয়েছে।

উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হবে কি না জানতে চাইল তিনি বলেন, এখনই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয় নি। ফায়ার সার্ভিসের মহাপরিচালকের সঙ্গে কথা বলে জানানো হবে।

তদন্ত কমিটির কার্যক্রমের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ফায়ার সার্ভিস ও রাজউকের পক্ষ থেকে আলাদা কমিটি করা হয়েছে। ফায়ার সার্ভিসের চার সদস্যের কমিটি ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জিমা দিবে। এর আগে বৃহস্প‌তিবার সকা‌লে তৃতীয় দিনের ম‌তো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

এদিকে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

তিনি বলেন, সিদ্দিক বাজারে আহতদের সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি। আহত ব্যক্তিদের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আমাদের এখানে ২০ জন ভর্তি ছিলেন। তাদের মধ্যে পাঁচজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে আমাদের এখানে ১৫ জন চিকিৎসাধীন। এছাড়া শেখ হাসিনা বার্নে ৯ জন ভর্তি আছেন।

অপরদিকে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অপমৃত্যু রাজধানীর বংশাল থানায় মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার সাধারণ ডায়েরি করার পর বুধবার অপমৃত্যুর মামলা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে গুলিস্তানের সিদ্দিক বাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ১৫ জন।