গণপ্রতিনিধিত্ব আদেশে ক্ষমতা কমেনি, বরং বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৫:৫৬:৫৩ অপরাহ্ন, সোমাবার, ১০ জুলাই ২০২৩
  • / 112
গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনে নির্বাচন কমিশনের ক্ষমতা কমেনি বরং বেড়েছে বলে মন্তব্য বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, সরকার কিছু চাপিয়ে দেয়নি। নির্বাচন কমিশনের সম্মতিতে আরপিও সংশোধন করা হয়েছে। সরকার কিছু বিভ্রান্তি দূরের প্রস্তাব দিয়েছিল, যাতে ইসি সম্মতি দিয়েছে।

নির্বাচন সুষ্ঠু করতে ভবিষ্যতেও আইনের যেকোনো সংশোধনীর জন্য ইসি প্রস্তুত উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, নতুন করে ব্যালেটে ভোটারের সাক্ষর থাকার বিষয়টি যোগ হয়েছে।

সম্প্রতি আরপিও সংশোধন বিল সংসদে পাস হয়েছে। বিরোধীদলের বিরোধিতার মুখে এটি পাস হয়েছে। যদিও স্থানীয় সরকার বিশেষজ্ঞ, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন বলছে, আরপিও সংশোধনীর ফলে নির্বাচনে ইসির ক্ষমতা কমেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গণপ্রতিনিধিত্ব আদেশে ক্ষমতা কমেনি, বরং বেড়েছে

আপডেট : ০৫:৫৬:৫৩ অপরাহ্ন, সোমাবার, ১০ জুলাই ২০২৩
গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনে নির্বাচন কমিশনের ক্ষমতা কমেনি বরং বেড়েছে বলে মন্তব্য বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, সরকার কিছু চাপিয়ে দেয়নি। নির্বাচন কমিশনের সম্মতিতে আরপিও সংশোধন করা হয়েছে। সরকার কিছু বিভ্রান্তি দূরের প্রস্তাব দিয়েছিল, যাতে ইসি সম্মতি দিয়েছে।

নির্বাচন সুষ্ঠু করতে ভবিষ্যতেও আইনের যেকোনো সংশোধনীর জন্য ইসি প্রস্তুত উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, নতুন করে ব্যালেটে ভোটারের সাক্ষর থাকার বিষয়টি যোগ হয়েছে।

সম্প্রতি আরপিও সংশোধন বিল সংসদে পাস হয়েছে। বিরোধীদলের বিরোধিতার মুখে এটি পাস হয়েছে। যদিও স্থানীয় সরকার বিশেষজ্ঞ, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন বলছে, আরপিও সংশোধনীর ফলে নির্বাচনে ইসির ক্ষমতা কমেছে।