১৭ জুলাই থেকে রাজধানীতে বসবে পশুর হাট
- আপডেট : ১১:৫৩:২৫ পূর্বাহ্ন, সোমাবার, ১২ জুলাই ২০২১
- / 358
আগামী ১৭ জুলাই থেকে রাজধানীর ১৯টি অস্থায়ী পশুর হাট বসছে। চলবে ২১ জুলাই পর্যন্ত। হাটগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০টি এবং উত্তর সিটি করপোরেশন এলাকায় ৯টি বসবে।
সোমবার ঢাকার দুই সিটি করপোরেশন সূত্রে এতথ্য জানা গেছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রাসেল সাবরিন বলেন, এবার ঢাকা দক্ষিণ সিটিতে ১০টি হাটে হবে কোরবানির পশু কেনাবেচা। যদিও গেলো বছরে এর সংখ্যা ছিল ১৩টি। করোনার উচ্চ সংক্রমণ পরিস্থিতির কারণেই এবার হাট কমানো হয়েছে।
এর আগে, শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে চলমান করোনা মহামারি বিবেচনায় ৩টি পশুর হাট বাতিল করা হয়েছে।
এই তিনটি পশুর হাট হলো- ১. লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা। ২. আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা। ৩ শ্যামপুর কদমতলী বাসস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা।