ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতুর ক্ষতির ছবিটি ভুয়া

প্রতিনিধির নাম
  • আপডেট : ০৭:৪৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • / 117

ছবি সংগৃহীত

::নিজস্ব প্রতিবেদক::

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনায় একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যাতে দেখা গেছে সেতুর পিলারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, অপপ্রচার চালাতে ভুয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি ভুয়া। যারা এই ছবি ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়েছে।

এ বিষয়ে শনিবার (১৪ আগস্ট) মুন্সীগঞ্জের লৌহজং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের জানান, পদ্মা সেতুর পিলারে ক্ষতির ভাইরাল ভুয়া ছবিটি নজরে এসেছে। ছবিটি যারা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে থানায় জিডি করা হয়েছে।

ভাইরাল ছবিতে দেখা গেছে, একটি পিলারের পাইল ক্যাপ অংশ ভেঙে নদীতে পড়ে যাচ্ছে। ফেসবুক ব্যবহারকারীরা এ ছবিটি ব্যবহার করে নানা মন্তব্য লিখছেন। গতকাল সকালে সেতুর ১০ নম্বর পিলারে কাকলি ফেরির ধাক্কার পর ছবিটি ভাইরাল হয়।

সেতু বিভাগ সূত্র জানায়, এক মাসে চারবার ফেরির ধাক্কা লাগলেও পদ্মা সেতুর পিলারের কোনো ক্ষতি হয়নি। পিলারের পাইল ক্যাপে সামান্য পলেস্তারা উঠে গেছে, যা মেরামত করতে সামান্য অর্থ ব্যয় হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, ২০ জুলাই প্রথম পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে রো রো ফেরি শাহ মখদুমের তলা ছিদ্র হয়ে যায়। ২৩ জুলাই মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা রো রো ফেরি শাহজালাল ১৭ নম্বর পিলারে ধাক্কা দিলে তা ক্ষতিগ্রস্ত হয়। এরপর গত সোমবার সন্ধ্যায় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ১০ নম্বর পিলারে সজোর ধাক্কা খায়। এসব ঘটনায় সেতুর পিলারের পানি লাগোয়া অংশে (পাইল ক্যাপ) পলেস্তারা উঠে গর্তের সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পদ্মা সেতুর ক্ষতির ছবিটি ভুয়া

আপডেট : ০৭:৪৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
::নিজস্ব প্রতিবেদক::

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনায় একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যাতে দেখা গেছে সেতুর পিলারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, অপপ্রচার চালাতে ভুয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি ভুয়া। যারা এই ছবি ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়েছে।

এ বিষয়ে শনিবার (১৪ আগস্ট) মুন্সীগঞ্জের লৌহজং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের জানান, পদ্মা সেতুর পিলারে ক্ষতির ভাইরাল ভুয়া ছবিটি নজরে এসেছে। ছবিটি যারা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে থানায় জিডি করা হয়েছে।

ভাইরাল ছবিতে দেখা গেছে, একটি পিলারের পাইল ক্যাপ অংশ ভেঙে নদীতে পড়ে যাচ্ছে। ফেসবুক ব্যবহারকারীরা এ ছবিটি ব্যবহার করে নানা মন্তব্য লিখছেন। গতকাল সকালে সেতুর ১০ নম্বর পিলারে কাকলি ফেরির ধাক্কার পর ছবিটি ভাইরাল হয়।

সেতু বিভাগ সূত্র জানায়, এক মাসে চারবার ফেরির ধাক্কা লাগলেও পদ্মা সেতুর পিলারের কোনো ক্ষতি হয়নি। পিলারের পাইল ক্যাপে সামান্য পলেস্তারা উঠে গেছে, যা মেরামত করতে সামান্য অর্থ ব্যয় হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, ২০ জুলাই প্রথম পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে রো রো ফেরি শাহ মখদুমের তলা ছিদ্র হয়ে যায়। ২৩ জুলাই মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা রো রো ফেরি শাহজালাল ১৭ নম্বর পিলারে ধাক্কা দিলে তা ক্ষতিগ্রস্ত হয়। এরপর গত সোমবার সন্ধ্যায় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ১০ নম্বর পিলারে সজোর ধাক্কা খায়। এসব ঘটনায় সেতুর পিলারের পানি লাগোয়া অংশে (পাইল ক্যাপ) পলেস্তারা উঠে গর্তের সৃষ্টি করেছে।