‘বিনত বিবির মসজিদ’ই হলো ঢাকার প্রথম মসজিদ

- আপডেট : ০৬:৩৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
- / 144
প্রায় ৪০০ বছরের পুরনো শহর হলো ঢাকা। ঐতিহ্যবাহী এই ঢাকার শহরের আরেক নাম হলো মসজিদের শহর। কারন পুরাতন ঢাকার অলিতে-গলিতে রয়েছে অনেক মসজিদ। আধুনিক কিছু মসজিদের পাশাপাশি এখানে রয়েছে মধ্যযুগের বিভিন্ন ঐতিহাসিক মসজিদ।
ঢাকার মসজিদের প্রসঙ্গ উঠলে সবার আগে বলতে হয় ‘বিনত বিবি মসজিদ’ এর কথা কারন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, পুরাতন ঢাকার নারিন্দা এলাকায় অবস্থিত ‘বিনত বিবির মসজিদ’ই হলো ঢাকার প্রথম মসজিদ। তাহলে আসুন জেনে নেই এই ঐতিহ্যবাহী মসজিদের কিছু জানা না জানা ইতিহাস।
মধ্যযুগের স্বাধীন সুলতানী আমলে তথা শাহ নাসিরুদ্দিন সুলতানের শাসনামলে ঢাকা মহানগরীর নারিন্দায় ১৪৫৭ খ্রিস্টাব্দে (৮৬১ হিজরি) এই মসজিদটি নির্মিত হয় মারহামাতের কন্যা মোসাম্মাৎ বখত বিনত কর্তৃক। ইতিহাস পর্যালোচনা করে জানা যায়, এর আগে ঢাকায় কোন মসজিদ ছিল না।
কালের বিবর্তনে মধ্যযুগীয় মসজিদটির আদিরূপ আর নেই, সম্প্রসারণ এবং সংস্কার করে মসজিদটিকে এখন অনেকটা আধুনিক করে ফেলা হয়েছে।
পুরাতন ঢাকা নিয়ে লেখা বেশ কিছু বইয়ের মধ্যে এই মসজিদের আদিরূপ বর্নিত আছে। ধারনা করা হয় তৎকালীন সময়ে এই মসজিদের একটি গম্বুজ ছিল এবং মসজিদটি দেখতে অনেকটা চারকোনা আকৃতির ছিল।
আর চারকোনার প্রতিটি কোনায় অষ্টকোনাকৃতির বুরূজ বিদ্যমান ছিল। মসজিদটির ইমারত ছিল সম্পূর্ণ ইটের তৈরী যার পরিধি ছিল প্রায় ১২০০ বর্গফুট। বর্তমানে মসজিদটিকে আধুনিকায়ন করে পাঁচ তলা ভবন নির্মান করা হয়েছে এবং প্রত্যেক ফ্লোরে টাইলস লাগানো হয়েছে। কিন্তু পুরনো ঐতিহ্য ধরে রাখার জন্য এখনো মসজিদের কান্নিশ এবং ছোট গম্বুজটি দেখা যায়।