ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ছাদ ফুটো করে বালিশে উল্কা, প্রাণে বাঁচলেন তরুণী

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:২৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
  • / 260
বাড়িতে ঘুমিয়ে ছিলেন এক তরুণী। আচমকা বাড়ির ছাদ ভেঙে একটি পাথরের টুকরো এসে পড়ে তার বালিশের উপর। মাত্র কয়েক ইঞ্চির জন্য বেঁচে যায় তার মাথা। ভাগ্যের জোর বোধহয় একেই বলে। পরে জানা গিয়েছে, ওই পাথরটি আসলে উল্কা।

ওই তরুণীর নাম রুথ হ্যামিলটন। তার বাড়ি কানাডার ব্রিটিশ কলম্বিয়ায়। এই দুর্ঘটনার সময় ঘুমাোচ্ছিলেন তিনি। কিন্তু উল্কা এসে পড়ার আওয়াজে ঘুম ভেঙে দেখেন আশপাশে ধুলো এবং ছাদ ফুটো হয়ে গিয়েছে। এর পরই বালিশের পাশে পাথরের টুকরো পড়ে থাকতে দেখেন তিনি। এই সব দেখে ভয় পেয়ে যান রুথ। কী ঘটেছে তা বুঝতে না পেরে পুলিশকে ফোন করেন তিনি।

পুলিশ এসে ওই পাথরের টুকরো উদ্ধার করে নিয়ে যায়। তা পরীক্ষা করে দেখা গেছে, ওই পাথর আসলে একটি উল্কার টুকরো। এবং তা কয়েক কোটি বছরের পুরনো। এই ঘটনা নিয়ে রুথ সে দেশের এক সংবাদমাধ্যমকে বলেছেন, কি ঘটেছে তা বুঝতে না পেরে খুব ভয় পেয়েছিলাম। ভাবছিলেন পাথরটা ফেটে যাবে কি না। কপাল জোরে আমি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছাদ ফুটো করে বালিশে উল্কা, প্রাণে বাঁচলেন তরুণী

আপডেট : ১২:২৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
বাড়িতে ঘুমিয়ে ছিলেন এক তরুণী। আচমকা বাড়ির ছাদ ভেঙে একটি পাথরের টুকরো এসে পড়ে তার বালিশের উপর। মাত্র কয়েক ইঞ্চির জন্য বেঁচে যায় তার মাথা। ভাগ্যের জোর বোধহয় একেই বলে। পরে জানা গিয়েছে, ওই পাথরটি আসলে উল্কা।

ওই তরুণীর নাম রুথ হ্যামিলটন। তার বাড়ি কানাডার ব্রিটিশ কলম্বিয়ায়। এই দুর্ঘটনার সময় ঘুমাোচ্ছিলেন তিনি। কিন্তু উল্কা এসে পড়ার আওয়াজে ঘুম ভেঙে দেখেন আশপাশে ধুলো এবং ছাদ ফুটো হয়ে গিয়েছে। এর পরই বালিশের পাশে পাথরের টুকরো পড়ে থাকতে দেখেন তিনি। এই সব দেখে ভয় পেয়ে যান রুথ। কী ঘটেছে তা বুঝতে না পেরে পুলিশকে ফোন করেন তিনি।

পুলিশ এসে ওই পাথরের টুকরো উদ্ধার করে নিয়ে যায়। তা পরীক্ষা করে দেখা গেছে, ওই পাথর আসলে একটি উল্কার টুকরো। এবং তা কয়েক কোটি বছরের পুরনো। এই ঘটনা নিয়ে রুথ সে দেশের এক সংবাদমাধ্যমকে বলেছেন, কি ঘটেছে তা বুঝতে না পেরে খুব ভয় পেয়েছিলাম। ভাবছিলেন পাথরটা ফেটে যাবে কি না। কপাল জোরে আমি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি।