প্রতিবাদী ও রোমান্টিক কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ জন্মদিন আজ

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৫১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
  • / 488
‘প্রতিবাদী ও রোমান্টিক’ কবি হিসেবে খ্যাত রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর আজ ৬৫তম জন্মদিন আজ। আশির দশকের যে কয়জন কবি বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তাদের মধ্যে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন অন্যতম। ক্ষণজন্মা এ কবি একজন সফল গীতিকারও ছিলেন। তার জনপ্রিয় কবিতাগুলোর মধ্যে অন্যতম ‘বাতাসে লাশের গন্ধ।’ ব্যক্তি রুদ্র ও কবি রুদ্র উভয় সত্ত্বাই বাঙালি পাঠক সমাজের চেতনা ধারায় এক অনন্য সংযোজন।

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্ম তার বাবার কর্মস্থল বরিশাল জেলায়। তবে কবির মূল বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠেখালি গ্রামে। তার বাবার নাম ডা. শেখ ওয়ালিউল্লাহ ও মায়ের নাম শিরিয়া বেগম।

মাত্র ৩৫ বছরের (১৯৫৬-১৯৯১) তিনি ৭টি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ‘ভালো আছি ভালো থেকো’সহ অর্ধশতাধিক গান রচনা ও সুর করেছেন।

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্ম তার পিতার কর্মস্থল বরিশাল জেলায়। তিনি আমানত গঞ্জ রেডক্রস হাসপাতালে জন্মগ্রহণ করেন। তার মূল বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলায় মিঠেখালি গ্রামে। তার বাবার নাম ডা. শেখ ওয়ালিউল্লাহ ও মায়ের নাম শিরিয়া বেগম।

ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি আলাদা একটা টান ছিল কবি রুদ্রর। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ই তিনি একটি ‘বনফুল’ নামে একটি লাইব্রেরি করেন। ছোটবেলা থেকেই রুদ্র অনেক অভিমানী ছিলেন।

এই কবির স্মরণে বাংলাদেশের বাগেরহাট জেলার মংলার মিঠেখালিতে গড়ে উঠেছে “রুদ্র স্মৃতি সংসদ”। অকালপ্রয়াত এই কবির জন্মদিন উপলক্ষে তার গ্রামের বাড়িতে বিভিন্ন আয়োজন করেছে রুদ্র স্মৃতি সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট।

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ভাই ও রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সুমেল সারাফাত জানান, কবির জন্মবার্ষিকী উপলক্ষে সকালে রুদ্র স্মৃতি সংসদ মোংলার মিঠাখালিতে শোভাযাত্রা, কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান করেছে। এ ছাড়া সন্ধ্যায় মোংলা প্রেসক্লাব মিলনায়তনে রুদ্র স্মৃতি সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলা শাখা স্মরণসভার আয়োজন করেছে। স্মরণসভা শেষে রুদ্রের কবিতা আবৃত্তি ও রুদ্রের গান পরিবেশিত হবে বলে জানান তিনি।

এরশাদবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক রুদ্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্সসহ এমএ পাস করেন। ছাত্র থাকা অবস্থায় সক্রিয়ভাবে ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশের বেশির ভাগ আন্দোলনে কবি রুদ্রর অংশগ্রহণ ছিল।

১৯৭৯ সালে প্রকাশিত হয় তার প্রথম কবিতার বই ‘উপদ্রুত উপকূলে’। প্রথম বইয়ের ‘বাতাসে লাশের গন্ধ’ কবিতা পাঠক সমাজে সাড়া ফেলে। রুদ্রর দ্বিতীয় বই ‘ফিরে চাই স্বর্ণগ্রাম’ প্রকাশিত হয় ১৯৮২ সালে। তারপর একে একে প্রকাশিত হয় ‘মানুষের মানচিত্র‘ (১৯৮৪), ‘ছোবল’ (১৯৮৬), ‘গল্প’ (১৯৮৭), ‘দিয়েছিলে সকল আকাশ’ (১৯৮৮) ও ‘মৌলিক মুখোশ’ (১৯৯০)। এ ছাড়া প্রকাশিত হয় গল্পগ্রন্থ ‘সোনালি শিশির’। আর তার মৃত্যুর পর প্রকাশিত হয় নাট্যকাব্য ‘বিষ বিরিক্ষের বীজ’।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রতিবাদী ও রোমান্টিক কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ জন্মদিন আজ

আপডেট : ০১:৫১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
‘প্রতিবাদী ও রোমান্টিক’ কবি হিসেবে খ্যাত রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর আজ ৬৫তম জন্মদিন আজ। আশির দশকের যে কয়জন কবি বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তাদের মধ্যে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন অন্যতম। ক্ষণজন্মা এ কবি একজন সফল গীতিকারও ছিলেন। তার জনপ্রিয় কবিতাগুলোর মধ্যে অন্যতম ‘বাতাসে লাশের গন্ধ।’ ব্যক্তি রুদ্র ও কবি রুদ্র উভয় সত্ত্বাই বাঙালি পাঠক সমাজের চেতনা ধারায় এক অনন্য সংযোজন।

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্ম তার বাবার কর্মস্থল বরিশাল জেলায়। তবে কবির মূল বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠেখালি গ্রামে। তার বাবার নাম ডা. শেখ ওয়ালিউল্লাহ ও মায়ের নাম শিরিয়া বেগম।

মাত্র ৩৫ বছরের (১৯৫৬-১৯৯১) তিনি ৭টি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ‘ভালো আছি ভালো থেকো’সহ অর্ধশতাধিক গান রচনা ও সুর করেছেন।

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্ম তার পিতার কর্মস্থল বরিশাল জেলায়। তিনি আমানত গঞ্জ রেডক্রস হাসপাতালে জন্মগ্রহণ করেন। তার মূল বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলায় মিঠেখালি গ্রামে। তার বাবার নাম ডা. শেখ ওয়ালিউল্লাহ ও মায়ের নাম শিরিয়া বেগম।

ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি আলাদা একটা টান ছিল কবি রুদ্রর। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ই তিনি একটি ‘বনফুল’ নামে একটি লাইব্রেরি করেন। ছোটবেলা থেকেই রুদ্র অনেক অভিমানী ছিলেন।

এই কবির স্মরণে বাংলাদেশের বাগেরহাট জেলার মংলার মিঠেখালিতে গড়ে উঠেছে “রুদ্র স্মৃতি সংসদ”। অকালপ্রয়াত এই কবির জন্মদিন উপলক্ষে তার গ্রামের বাড়িতে বিভিন্ন আয়োজন করেছে রুদ্র স্মৃতি সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট।

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ভাই ও রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সুমেল সারাফাত জানান, কবির জন্মবার্ষিকী উপলক্ষে সকালে রুদ্র স্মৃতি সংসদ মোংলার মিঠাখালিতে শোভাযাত্রা, কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান করেছে। এ ছাড়া সন্ধ্যায় মোংলা প্রেসক্লাব মিলনায়তনে রুদ্র স্মৃতি সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলা শাখা স্মরণসভার আয়োজন করেছে। স্মরণসভা শেষে রুদ্রের কবিতা আবৃত্তি ও রুদ্রের গান পরিবেশিত হবে বলে জানান তিনি।

এরশাদবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক রুদ্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্সসহ এমএ পাস করেন। ছাত্র থাকা অবস্থায় সক্রিয়ভাবে ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশের বেশির ভাগ আন্দোলনে কবি রুদ্রর অংশগ্রহণ ছিল।

১৯৭৯ সালে প্রকাশিত হয় তার প্রথম কবিতার বই ‘উপদ্রুত উপকূলে’। প্রথম বইয়ের ‘বাতাসে লাশের গন্ধ’ কবিতা পাঠক সমাজে সাড়া ফেলে। রুদ্রর দ্বিতীয় বই ‘ফিরে চাই স্বর্ণগ্রাম’ প্রকাশিত হয় ১৯৮২ সালে। তারপর একে একে প্রকাশিত হয় ‘মানুষের মানচিত্র‘ (১৯৮৪), ‘ছোবল’ (১৯৮৬), ‘গল্প’ (১৯৮৭), ‘দিয়েছিলে সকল আকাশ’ (১৯৮৮) ও ‘মৌলিক মুখোশ’ (১৯৯০)। এ ছাড়া প্রকাশিত হয় গল্পগ্রন্থ ‘সোনালি শিশির’। আর তার মৃত্যুর পর প্রকাশিত হয় নাট্যকাব্য ‘বিষ বিরিক্ষের বীজ’।