ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীদের নাম পাঠাবেন না

প্রতিনিধির নাম
  • আপডেট : ০২:১১:৩৫ অপরাহ্ন, সোমাবার, ৪ অক্টোবর ২০২১
  • / 109
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীর নাম কেন্দ্রে পাঠাতে নিষেধ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে প্রয়াত সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচনে জনগণের কাছে গ্রহনযোগ্য মানুষের নাম পাঠান। টাকা খেয়ে খারাপ লোকের নাম কেন্দ্রে পাঠাবেন না। এসব অপকর্ম থেকে বিরত থাকতে হবে।

ওবায়দুল কাদের বলেন, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করতে হবে, নিজের ভাগ্য উন্নয়নের জন্য নয়। কিন্তু অনেকেই ক্ষমতা পেয়ে বেপরোয়া হয়ে যায়, যা মোটেই কাম্য নয়।

এসময় ক্ষমতার অপব্যবহার না করতেও দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, রাজনীতিতে ভালো মানুষদের সাথে রাখতে হবে। দুঃসময়ে বসন্তের কোকিলরা দলে থাকবে না, ত্যাগীরাই সুখে-দুঃখে দলের পাশে থাকবে। খারাপ মানুষ দিয়ে রাজনীতি করলে দল নষ্ট হয়ে যাবে।

এসময় ৭৫ ও ২১ আগস্ট ঘটনায় পারস্পরিক সম্পর্কের দেয়াল আরো উঁচুতে নিয়ে গেছে জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, জিয়াউর রহমান দেশে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিলেন আর বিএনপি এখনো তা অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীদের নাম পাঠাবেন না

আপডেট : ০২:১১:৩৫ অপরাহ্ন, সোমাবার, ৪ অক্টোবর ২০২১
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীর নাম কেন্দ্রে পাঠাতে নিষেধ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে প্রয়াত সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচনে জনগণের কাছে গ্রহনযোগ্য মানুষের নাম পাঠান। টাকা খেয়ে খারাপ লোকের নাম কেন্দ্রে পাঠাবেন না। এসব অপকর্ম থেকে বিরত থাকতে হবে।

ওবায়দুল কাদের বলেন, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করতে হবে, নিজের ভাগ্য উন্নয়নের জন্য নয়। কিন্তু অনেকেই ক্ষমতা পেয়ে বেপরোয়া হয়ে যায়, যা মোটেই কাম্য নয়।

এসময় ক্ষমতার অপব্যবহার না করতেও দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, রাজনীতিতে ভালো মানুষদের সাথে রাখতে হবে। দুঃসময়ে বসন্তের কোকিলরা দলে থাকবে না, ত্যাগীরাই সুখে-দুঃখে দলের পাশে থাকবে। খারাপ মানুষ দিয়ে রাজনীতি করলে দল নষ্ট হয়ে যাবে।

এসময় ৭৫ ও ২১ আগস্ট ঘটনায় পারস্পরিক সম্পর্কের দেয়াল আরো উঁচুতে নিয়ে গেছে জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, জিয়াউর রহমান দেশে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিলেন আর বিএনপি এখনো তা অব্যাহত রেখেছে।