ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগে খারাপ লোকের দরকার নেই

প্রতিনিধির নাম
  • আপডেট : ০২:০২:৩২ অপরাহ্ন, সোমাবার, ১১ অক্টোবর ২০২১
  • / 88
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলে ত্যাগী কর্মীর অভাব নেই। খারাপ লোকের দরকার নেই। ভালো মানুষদের নিয়ে আমরা দল করবো। সেই আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে।

সোমবার রাজধানীর সূচনা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর থানার ১৯ নং ওয়ার্ডের পাঁচটি ইউনিটের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলন হলে আমাদের দলের ভেতরের অন্তঃকলহ অনেকটা মিটে যাবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা যদি নেতা নির্বাচিত করেন তাহলে দলের অভ্যন্তরে রেষারেষি, কোন্দল তৃণমূলেই থেমে যাবে। এটা আর নতুন করে সমস্যার কারণ হবে না।

এ সময় নেতাকর্মীকে এলাকায় জনমত যাচাই করার নির্দেশ দেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রতিটি ঘরে আওয়ামী লীগের কী অবস্থা তার হিসাব করেন। সেখানে আওয়ামী লীগের অবস্থা কী? শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা কতটা? তার কর্মসূচিতে মানুষ কতোটা খুশি।

তিনি বলেন, জনমতের রিপোর্ট তৈরি করে মহানগরের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে জমা দেবেন। দলীয় কার্যক্রমে কেউ অসন্তোষ প্রকাশ করলে প্রতিবেদনে সেটাও উল্লেখ করবেন। এটা করলে দল অনেক উপকৃত হবে।

সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আওয়ামী লীগে খারাপ লোকের দরকার নেই

আপডেট : ০২:০২:৩২ অপরাহ্ন, সোমাবার, ১১ অক্টোবর ২০২১
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলে ত্যাগী কর্মীর অভাব নেই। খারাপ লোকের দরকার নেই। ভালো মানুষদের নিয়ে আমরা দল করবো। সেই আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে।

সোমবার রাজধানীর সূচনা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর থানার ১৯ নং ওয়ার্ডের পাঁচটি ইউনিটের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলন হলে আমাদের দলের ভেতরের অন্তঃকলহ অনেকটা মিটে যাবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা যদি নেতা নির্বাচিত করেন তাহলে দলের অভ্যন্তরে রেষারেষি, কোন্দল তৃণমূলেই থেমে যাবে। এটা আর নতুন করে সমস্যার কারণ হবে না।

এ সময় নেতাকর্মীকে এলাকায় জনমত যাচাই করার নির্দেশ দেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রতিটি ঘরে আওয়ামী লীগের কী অবস্থা তার হিসাব করেন। সেখানে আওয়ামী লীগের অবস্থা কী? শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা কতটা? তার কর্মসূচিতে মানুষ কতোটা খুশি।

তিনি বলেন, জনমতের রিপোর্ট তৈরি করে মহানগরের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে জমা দেবেন। দলীয় কার্যক্রমে কেউ অসন্তোষ প্রকাশ করলে প্রতিবেদনে সেটাও উল্লেখ করবেন। এটা করলে দল অনেক উপকৃত হবে।

সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ বক্তব্য দেন।