ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নেতা-কর্মীদের কান্নায় কাঁদলেন মেয়র জাহাঙ্গীরও

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:১৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • / 78
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির দায়ে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। শুক্রবার দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এমন সিদ্ধান্তের পর চুপ থাকলেও শনিবার সকলের সামনে আসেন মেয়র জাহাঙ্গীর।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাসার নিচ তলায় নামেন মেয়র জাহাঙ্গীর। তখন উপস্থিত সাধারণ জনগণ ও নেতা-কর্মীদের কান্না দেখে মেয়রও কান্না করেন। তার কান্না দেখে উপস্থিত লোকজন উচ্চস্বরে কান্না শুরু করেন।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভায় জাহাঙ্গীরকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দলীয় পদ থেকে বহিষ্কারের খবরে বিভিন্ন মিডিয়ায় প্রচার হলেও (রাত ৮টা পর্যন্ত) মেয়র এ ব্যাপারে অফিসিয়ালি কিছু পাননি বলে সাংবাদিকদের জানিয়েছেন। অধিকাংশ ফোন রিসিভ না করলেও দু’এক সাংবাদিকের ফোন রিসিভ করে তিনি এ কথা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেতা-কর্মীদের কান্নায় কাঁদলেন মেয়র জাহাঙ্গীরও

আপডেট : ১১:১৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির দায়ে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। শুক্রবার দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এমন সিদ্ধান্তের পর চুপ থাকলেও শনিবার সকলের সামনে আসেন মেয়র জাহাঙ্গীর।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাসার নিচ তলায় নামেন মেয়র জাহাঙ্গীর। তখন উপস্থিত সাধারণ জনগণ ও নেতা-কর্মীদের কান্না দেখে মেয়রও কান্না করেন। তার কান্না দেখে উপস্থিত লোকজন উচ্চস্বরে কান্না শুরু করেন।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভায় জাহাঙ্গীরকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দলীয় পদ থেকে বহিষ্কারের খবরে বিভিন্ন মিডিয়ায় প্রচার হলেও (রাত ৮টা পর্যন্ত) মেয়র এ ব্যাপারে অফিসিয়ালি কিছু পাননি বলে সাংবাদিকদের জানিয়েছেন। অধিকাংশ ফোন রিসিভ না করলেও দু’এক সাংবাদিকের ফোন রিসিভ করে তিনি এ কথা জানিয়েছেন।