ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার হাতে নির্বাচন, শেয়ালের কাছে মুরগি দেয়ার মতো: ফখরুল

সিলেট প্রতিনিধি
  • আপডেট : ০৫:৪০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
  • / 181
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ দুর্নীতির জন্য বড় বড় প্রজেক্ট করে, লুটেপুটে খাওয়ার জন্য, জনগণের জন্য প্রজেক্ট করে না। শেয়ালের কাছে যেমন মুরগি দেয়া যায় না, তেমনি শেখ হাসিনার হাতে নির্বাচনের দায়িত্ব দেয়া যায় না।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের জৈন্তাপুরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে জনসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একদিকে দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে, অন্যদিকে সরকার পদ্মা সেতুর উৎসব করছে। পদ্মা সেতুর জন্য গান বাজনা হবে, কিন্তু জনগণ না খেয়ে আছে, মারা যাচ্ছে, সেদিকে তাদের খেয়াল নাই। কারণ জনগণকে তারা তোয়াক্কা করে না।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলেও জানান মির্জা ফখরুল।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বিএনপি জনগণের দল, তাই জনগণের কাছে এসেছি। কিন্তু আওয়ামী লীগ সরকার জনগণের তোয়াক্কা করে না।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেখ হাসিনার হাতে নির্বাচন, শেয়ালের কাছে মুরগি দেয়ার মতো: ফখরুল

আপডেট : ০৫:৪০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ দুর্নীতির জন্য বড় বড় প্রজেক্ট করে, লুটেপুটে খাওয়ার জন্য, জনগণের জন্য প্রজেক্ট করে না। শেয়ালের কাছে যেমন মুরগি দেয়া যায় না, তেমনি শেখ হাসিনার হাতে নির্বাচনের দায়িত্ব দেয়া যায় না।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের জৈন্তাপুরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে জনসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একদিকে দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে, অন্যদিকে সরকার পদ্মা সেতুর উৎসব করছে। পদ্মা সেতুর জন্য গান বাজনা হবে, কিন্তু জনগণ না খেয়ে আছে, মারা যাচ্ছে, সেদিকে তাদের খেয়াল নাই। কারণ জনগণকে তারা তোয়াক্কা করে না।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলেও জানান মির্জা ফখরুল।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বিএনপি জনগণের দল, তাই জনগণের কাছে এসেছি। কিন্তু আওয়ামী লীগ সরকার জনগণের তোয়াক্কা করে না।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।