নয়াপল্টনে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ
- আপডেট : ০৭:১৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
- / 132
বৃহস্পতিবার দুপুরে নায়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন তার।
বিক্ষোভে কমিটি বাতিলের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়া হয়। কমিটিতে বিভিন্ন অনিয়ম ও অসংগতি তুলে ধরে নিষ্ক্রিয় ও আর্থিক লেনদেনের মাধ্যমে পদপ্রাপ্তদের পদ বাতিল করে ত্যাগী ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ কর্মীদের মূল কমিটির অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সম্পাদক আলি আশরাফ, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা ও যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাবেক সহ-সাধারণ সম্পাদক সামসুর রহমান, রফিকুল ইসলাম রতন, সাবেক সহ-সাধারণ সম্পাদক এস এম মিজান, সহ-সাংগঠনিক সম্পাদক ওমর তাহের বাবু, সাবেক সদস্য শাহজাহান আলম শাহীন, সৈয়দ আবেদিন প্রিন্স, আহসান উল্লাহ তুষার, রাসেল মিয়া, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি তারেক উজ জামান, শোয়াইব খন্দকার, আশরাফুর রহমান বাবু, হুমায়ুন কবির, জাকির হোসেন খান, সাজ্জাদ হোসেন উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।