বাঘা জাসদের সভাপতি বাবু রামচন্দ্র দাসের জীবনাবসান

নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ০৭:৫০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
- / 58
বাঘা জাসদের সভাপতি, রাজশাহী জেলা জাসদের সাবেক সহ-সভাপতি, কালিদাসখালি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক বাবু রামচন্দ্র দাস গতকাল মঙ্গলবার (২১ মার্চ) বিকাল ৫ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি -নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ সকাল ৯ টায় রাজশাহী জেলাস্থ বাঘায় পারিবারিক সমাধীস্থলে সমাহিত করা হবে।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ এক শোক বার্তায় বাঘা জাসদের সভাপতি, রাজশাহী জেলা জাসদের সাবেক সহ-সভাপতি, কালিদাসখালি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক বাবু রামচন্দ্র দাসের মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।