ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের পদত্যাগই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৮:৩৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
  • / 101
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। আর সময় নেই সরকারেরর। সরকার পার পাবে না।

শনিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের পরিবারের বিরুদ্ধে ১/১১ সরকার কর্তৃক দায়েরকৃত মামলায় বাতিলকৃত সাজা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশের আয়োজন করে দলটি।

মির্জা ফখরুল বলেন, এই আওয়ামী লীগের লক্ষ্য ছিল একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা। তারা এই লক্ষ্য বাস্তবায়ন করতে কোর্টের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। এ জন্য তারা দলীয় সরকারে অধীনে নির্বাচনের ব্যাবস্থা করেছে। এরা আদালত ব্যবহার করে নির্বাচনে ফাঁকা মাঠ পেতে চায়। কিন্তু সে আশায় গুড়ে বালি। সেটা কখনো হবে না। এ দেশের মানুষ সেটা কখনো হতে দেবে না।

তিনি বলেন, এদের এখন একটু মাথা ব্যথা শুরু হয়েছে, ভিসা নীতি নিয়ে। যুক্তরাষ্ট্র বলেছে সুষ্ঠু নির্বাচন না করলে ভিসা থেকে বঞ্চিত হবেন।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারের পদত্যাগই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ

আপডেট : ০৮:৩৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। আর সময় নেই সরকারেরর। সরকার পার পাবে না।

শনিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের পরিবারের বিরুদ্ধে ১/১১ সরকার কর্তৃক দায়েরকৃত মামলায় বাতিলকৃত সাজা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশের আয়োজন করে দলটি।

মির্জা ফখরুল বলেন, এই আওয়ামী লীগের লক্ষ্য ছিল একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা। তারা এই লক্ষ্য বাস্তবায়ন করতে কোর্টের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। এ জন্য তারা দলীয় সরকারে অধীনে নির্বাচনের ব্যাবস্থা করেছে। এরা আদালত ব্যবহার করে নির্বাচনে ফাঁকা মাঠ পেতে চায়। কিন্তু সে আশায় গুড়ে বালি। সেটা কখনো হবে না। এ দেশের মানুষ সেটা কখনো হতে দেবে না।

তিনি বলেন, এদের এখন একটু মাথা ব্যথা শুরু হয়েছে, ভিসা নীতি নিয়ে। যুক্তরাষ্ট্র বলেছে সুষ্ঠু নির্বাচন না করলে ভিসা থেকে বঞ্চিত হবেন।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।