বিএনপিতে দুষ্কৃতিকারীর ঠাঁই নাই
প্রশাসনে আওয়ামীলীগের দোসররা এখনও ঘাপটি মেরে আছে
- আপডেট : ০৬:০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
- / 57
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-(বিএনপি)’র ভাবমূর্তি নষ্ট করতে আওয়ামীলীগের দোসররা দলের জনপ্রিয় নেতাদের নামে অপবাদ দিয়ে বিএনপির উপর কালিমা দেওয়ার চেষ্টা করছে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব। একান্ত সাক্ষাতকারে তিনি এ দাবি করেন।
সাইফুল আলম নিরব বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে শক্তি করতে এবং দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে দিনরাত কাজ করছেন। কিন্তু একটি কুচক্রী মহল আজকে বাংলাদেশে বসে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যোগযোগ করে দেশে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করতে যড়যন্ত্র করেছে।’
নিরব জানান, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিস্কারভাবে বলেছেন- বিএনপিতে দুষ্কৃতিকারীর ঠাঁই নাই, বিএনপির নাম ব্যবহার যারা অপরাধ-অপকর্ম করছে তাদের বিরুদ্ধে দলীয় ভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তারেক রহমান।’
তিনি আরও বলেন, ‘দুষ্কৃতিকারী আওয়ামী লীগের দোসররা বিএনপি নেতাদের নাম ব্যবহার করে অপকর্ম করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে। মাঠ পর্যায়ের বিএনপি কেউ কেউ আওয়ামীলীগের দোসরদের ফাঁদে পা দিচ্ছে, এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে এসব থেকে মাঠ পর্যায়ের কর্মীদের বিরত থাকা উচিত।’
সাইফুল আলম বলেন, ‘ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসররা বিএনপির মাঠ পর্যায়ের নেতকর্মীদের ব্যবহার করে বিএনপির নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করে জনপ্রিয় নেতাদের নাম ব্যবহার করে অপকর্ম করছে। যার নাম ব্যবহার করা হচ্ছে সেই নেতা জানেন না, এসব বিষয়ে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক বলেন, ‘স্বৈরাচার আওয়ামীলীগ সরকার পতনের পর বৃহত্তর তেজগাঁও এলাকায় গণসংযোগ করে। জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনী বলেছেন- চাঁদাবাজ ও দখলবাজাদের কোন দল নেই। তাদের গ্রেপ্তার করার অনুরোধ করেছেন। দলের কেউ চাঁদাবাজ ও দখলের সম্পৃক্ত থাকলে তাদের সবার আগে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বিএনপির এই নেতা।’
প্রশাসনে আওয়ামীলীগের দোসররা এখনও ঘাপটি মেরে আছে দাবি করে তিনি বলেন, ‘বিগত ১৬ বছরে আওয়ামী লীগে দেশের বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট করেছে। সচিবালয় ও বিভিন্ন প্রশাসনে আওয়ামী লীগের প্রেতাত্মা বসে থাকার কারণেই সিন্ডিকেট ভাঙ্গছে না, আওয়ামী লীগের দোসরদের সচিবালয় ও বিভিন্ন প্রশাসন থেকে বিতারিত করতে পারলেই সিন্ডিকেট বাণিজ্য বন্ধ হবে।’