ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট : ০২:০৫:২১ অপরাহ্ন, সোমাবার, ২৫ অক্টোবর ২০২১
  • / 147
রাজধানীতে মিরপুরে ভবন থেকে পড়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত মনিরুল ইসলাম (৬০) নামের ঐ ব্যাক্তি পেশায় নির্মাণ শ্রমিক।

সোমবার সকাল ১০টার দিকে মিরপুর-১২ নম্বর এলাকার মোল্লা মার্কেটের পাশে একটি ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া।

তিনি বলেন, রক্তাক্ত অবস্থায় ঐ ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নিহতের সহকর্মী তহুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, মিরপুর ১২ নম্বর সেকশনে একটি ভবনে রিপিয়ারিংয়ের কাজ করছিলেন মনিরুল। ভবনটির ৬ তলায় দেয়াল প্লাস্টার করার সময় একপর্যায়ে অসাবধানবশত নিচে পড়ে যান মনিরুল। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০২:০৫:২১ অপরাহ্ন, সোমাবার, ২৫ অক্টোবর ২০২১
রাজধানীতে মিরপুরে ভবন থেকে পড়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত মনিরুল ইসলাম (৬০) নামের ঐ ব্যাক্তি পেশায় নির্মাণ শ্রমিক।

সোমবার সকাল ১০টার দিকে মিরপুর-১২ নম্বর এলাকার মোল্লা মার্কেটের পাশে একটি ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া।

তিনি বলেন, রক্তাক্ত অবস্থায় ঐ ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নিহতের সহকর্মী তহুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, মিরপুর ১২ নম্বর সেকশনে একটি ভবনে রিপিয়ারিংয়ের কাজ করছিলেন মনিরুল। ভবনটির ৬ তলায় দেয়াল প্লাস্টার করার সময় একপর্যায়ে অসাবধানবশত নিচে পড়ে যান মনিরুল। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।