ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে দেয়ালচাপায় শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • / 134
রাজধানীর আজিমপুরে দেয়ালচাপা পড়ে সাত বছর বয়সী জিহাদ নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আ. কাদির। তিনি বলেন, আজিমপুর সরকারি কলোনির সীমানা প্রাচীর ধসে পড়লে এক শিশু চাপা পড়ে। শিশুটি মারা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, জিহাদ লালবাগ শহীদ নগর এলাকার বাসিন্দা নাদির হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছোট।

নাদির হোসেন জানান, তার ছেলে আজিমপুরের একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়তো। প্রতিদিনের মতো আজও তিনি ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। সকাল সোয়া ৮টার দিকে আজিমপুর সরকারি কলোনির পাশ দিয়ে যাওয়ার সময় দেয়াল ধসে পড়লে জিহাদ চাপা পড়ে। নাদির হোসেন নিজেও আঘাত পান। জিহাদকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে দেয়ালচাপায় শিশুর মৃত্যু

আপডেট : ১১:০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
রাজধানীর আজিমপুরে দেয়ালচাপা পড়ে সাত বছর বয়সী জিহাদ নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আ. কাদির। তিনি বলেন, আজিমপুর সরকারি কলোনির সীমানা প্রাচীর ধসে পড়লে এক শিশু চাপা পড়ে। শিশুটি মারা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, জিহাদ লালবাগ শহীদ নগর এলাকার বাসিন্দা নাদির হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছোট।

নাদির হোসেন জানান, তার ছেলে আজিমপুরের একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়তো। প্রতিদিনের মতো আজও তিনি ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। সকাল সোয়া ৮টার দিকে আজিমপুর সরকারি কলোনির পাশ দিয়ে যাওয়ার সময় দেয়াল ধসে পড়লে জিহাদ চাপা পড়ে। নাদির হোসেন নিজেও আঘাত পান। জিহাদকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।