ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ০৭ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

আমি উলঙ্গ

প্রতিনিধির নাম
  • আপডেট : ০৯:৪১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
  • / 317

::আতিকুর রহমান:: 
জগৎ এর এই মিছে মায়া সংশারে।
পথ চলতে ছিনু আমি।
খনিকের টানা পথ ধরে,
হঠাৎ একদিন-পথ চলা থামতেই দেখলাম আমি উলঙ্গ।
তবে ভেবোনা কেউ রক্ত, মাংসে গড়া দেহ আমার-
বস্রবিহীন সর্বাঙ্গ।
আমি উলঙ্গ?
যে পূন্ন দেবে আমায়
অনন্ত সুখের পথে সঙ্গ,
সেই পূন্নের খাতা কেবলি মোর উলঙ্গ।
খনিকের আলোয়,মরিচিকা এই জীবনে, যাকে সঙ্গী করে দিয়ে ছিলাম সঙ্গ,
সেই শয়তান দূর হতে আজ-
তিরস্কের সূরে,করে যায় মোরে ব্যঙ্গ।আমি উলঙ্গ।
আজ আমি ভাবি,আফসোসে কাঁদি,
যদি উলঙ্গ জন্মেই-হতো মোর জীবনের সমাপ্তি।
তবে হতোনা দীর্ঘ অন্ধকারে ঘেড়া, এই পাপের সমাজ, মঞ্চের রঙ্গ।আমি উলঙ্গ…।
হে বিধাতা…আজ আমি নিঃসঙ্গ উলঙ্গ।
সচল থাকিতে অঙ্গ, দাপটে,দাপটে করে ছিনু তোমায় ভঙ্গ,
রহমান তুমি,রহীম তুমি।
তোমারি করুণা ছাড়া,পাবেনা সান্তি-আমার প্রতিটি অঙ্গ,
আমি উলঙ্গ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমি উলঙ্গ

আপডেট : ০৯:৪১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১

::আতিকুর রহমান:: 
জগৎ এর এই মিছে মায়া সংশারে।
পথ চলতে ছিনু আমি।
খনিকের টানা পথ ধরে,
হঠাৎ একদিন-পথ চলা থামতেই দেখলাম আমি উলঙ্গ।
তবে ভেবোনা কেউ রক্ত, মাংসে গড়া দেহ আমার-
বস্রবিহীন সর্বাঙ্গ।
আমি উলঙ্গ?
যে পূন্ন দেবে আমায়
অনন্ত সুখের পথে সঙ্গ,
সেই পূন্নের খাতা কেবলি মোর উলঙ্গ।
খনিকের আলোয়,মরিচিকা এই জীবনে, যাকে সঙ্গী করে দিয়ে ছিলাম সঙ্গ,
সেই শয়তান দূর হতে আজ-
তিরস্কের সূরে,করে যায় মোরে ব্যঙ্গ।আমি উলঙ্গ।
আজ আমি ভাবি,আফসোসে কাঁদি,
যদি উলঙ্গ জন্মেই-হতো মোর জীবনের সমাপ্তি।
তবে হতোনা দীর্ঘ অন্ধকারে ঘেড়া, এই পাপের সমাজ, মঞ্চের রঙ্গ।আমি উলঙ্গ…।
হে বিধাতা…আজ আমি নিঃসঙ্গ উলঙ্গ।
সচল থাকিতে অঙ্গ, দাপটে,দাপটে করে ছিনু তোমায় ভঙ্গ,
রহমান তুমি,রহীম তুমি।
তোমারি করুণা ছাড়া,পাবেনা সান্তি-আমার প্রতিটি অঙ্গ,
আমি উলঙ্গ।