ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পীরগঞ্জে বাড়িঘরে আগুন-লুটপাটে জড়িতরা চিহ্নিত

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৫১:৪৩ অপরাহ্ন, সোমাবার, ১৮ অক্টোবর ২০২১
  • / 72
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, রংপুরের পীরগঞ্জে বাড়িঘরে আগুন-লুটপাটের ঘটনায় জড়িতদের তাৎক্ষণিকভাবেই চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে ৪৫ জনকে ধরা হয়েছে।

সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরের পীরগঞ্জে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একটা টিন-এজের ছেলে কাবাশরিফ নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার পর সবাই কষ্ট পেয়েছে। পুলিশ প্রশাসন ঘটনা আঁচ করে ছেলেটিকে ধরতে অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। সেই গ্রামে পুলিশ মোতায়েন ছিল। কিন্তু দুষ্কৃতিকারীরা এই গ্রাম ছেড়ে পীরগঞ্জ থানার রঘুনাথপুর ইউনিয়নের একটি গ্রামে গিয়ে কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করে।

তিনি বলেন, পুলিশ যাওয়ার আগেই সেখানে কিছু বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুর করেছে কিছু লোকজন। পুলিশ যাওয়ার আগেই তারা এসব করেছে। রাতেই ঘটনার সঙ্গে অতিরিক্ত পুলিশ, এপিবিএন, র‌্যাব, বিজিবি গেছে সেখানে। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ৪৫ জনকে ধরা হয়েছে, আরও কয়েকজনকে ধরার চেষ্টা চলছে।

প্রধানমন্ত্রী ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের অর্থ, শাড়ি-কাপড় বিতরণ করেছে। এছাড়া খুব শিগগিরই তাদের বাড়িঘর তৈরি করে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পীরগঞ্জে বাড়িঘরে আগুন-লুটপাটে জড়িতরা চিহ্নিত

আপডেট : ০১:৫১:৪৩ অপরাহ্ন, সোমাবার, ১৮ অক্টোবর ২০২১
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, রংপুরের পীরগঞ্জে বাড়িঘরে আগুন-লুটপাটের ঘটনায় জড়িতদের তাৎক্ষণিকভাবেই চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে ৪৫ জনকে ধরা হয়েছে।

সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরের পীরগঞ্জে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একটা টিন-এজের ছেলে কাবাশরিফ নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার পর সবাই কষ্ট পেয়েছে। পুলিশ প্রশাসন ঘটনা আঁচ করে ছেলেটিকে ধরতে অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। সেই গ্রামে পুলিশ মোতায়েন ছিল। কিন্তু দুষ্কৃতিকারীরা এই গ্রাম ছেড়ে পীরগঞ্জ থানার রঘুনাথপুর ইউনিয়নের একটি গ্রামে গিয়ে কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করে।

তিনি বলেন, পুলিশ যাওয়ার আগেই সেখানে কিছু বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুর করেছে কিছু লোকজন। পুলিশ যাওয়ার আগেই তারা এসব করেছে। রাতেই ঘটনার সঙ্গে অতিরিক্ত পুলিশ, এপিবিএন, র‌্যাব, বিজিবি গেছে সেখানে। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ৪৫ জনকে ধরা হয়েছে, আরও কয়েকজনকে ধরার চেষ্টা চলছে।

প্রধানমন্ত্রী ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের অর্থ, শাড়ি-কাপড় বিতরণ করেছে। এছাড়া খুব শিগগিরই তাদের বাড়িঘর তৈরি করে দেয়া হবে।