করোনা সংক্রমণ ২০ শতাংশ ছাড়িয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট : ০২:০৩:০৬ অপরাহ্ন, সোমাবার, ১৭ জানুয়ারী ২০২২
  • / 252
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, দেশে করোনাভাইরাস সংক্রমণের হার ২০ শতাংশ ছাড়িয়েছে। শনাক্তের মধ্যে ৬৯ শতাংশই ওমিক্রন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানী ঢাকায়।

সোমবার বিকেলে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ এক ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

দেশে করোনা সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে জানিয়ে স্বাস্থ্য মহাপরিচালক বলেন, অনেকেই ধারণা করছেন ওমিক্রনের কারণে দেশে সংক্রমণ বাড়ছে। কিন্তু আমরা বলতে চাই, দেশে এখনও ডেল্টার সংক্রমণ হচ্ছে, তবে ওমিক্রনও ছড়িয়েছে।

তিনি আরও বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলছে। আমরা দেখতে পেয়েছি আজ শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশে চলে এসেছে।

এদিকে গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে করোনা রোগী শনাক্তের হার ২২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মৃতের সংখ্যা বেড়েছে ৬১ শতাংশ।

গতকাল রোববার সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২২২ জন। মারা গেছেন ৮ জন। সর্বশেষ দেশে করোনা শনাক্তের হার ১০ এর নিচে নেমে এসেছিল গত বছরের সেপ্টম্বরে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনা সংক্রমণ ২০ শতাংশ ছাড়িয়েছে

আপডেট : ০২:০৩:০৬ অপরাহ্ন, সোমাবার, ১৭ জানুয়ারী ২০২২
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, দেশে করোনাভাইরাস সংক্রমণের হার ২০ শতাংশ ছাড়িয়েছে। শনাক্তের মধ্যে ৬৯ শতাংশই ওমিক্রন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানী ঢাকায়।

সোমবার বিকেলে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ এক ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

দেশে করোনা সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে জানিয়ে স্বাস্থ্য মহাপরিচালক বলেন, অনেকেই ধারণা করছেন ওমিক্রনের কারণে দেশে সংক্রমণ বাড়ছে। কিন্তু আমরা বলতে চাই, দেশে এখনও ডেল্টার সংক্রমণ হচ্ছে, তবে ওমিক্রনও ছড়িয়েছে।

তিনি আরও বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলছে। আমরা দেখতে পেয়েছি আজ শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশে চলে এসেছে।

এদিকে গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে করোনা রোগী শনাক্তের হার ২২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মৃতের সংখ্যা বেড়েছে ৬১ শতাংশ।

গতকাল রোববার সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২২২ জন। মারা গেছেন ৮ জন। সর্বশেষ দেশে করোনা শনাক্তের হার ১০ এর নিচে নেমে এসেছিল গত বছরের সেপ্টম্বরে।