নাটোর সদর উপজেলার উত্তর চৌধুরীপাড়া এলাকায় পারিবারিক কলহকে কেন্দ্র করে স্ত্রী মাসুরা বেগম ও শিশুকন্যা মাহফুজাকে গলাটিপে হত্যা করেছে স্বামী আব্দুস সাত্তার। এ ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরের দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরের দিকে পারিবারিক কলহকে কেন্দ্র করে স্ত্রী ও শিশু কন্যাকে গলাটিপে হত্যা করে আব্দুস সাত্তার। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার এবং ছাত্তারকে আটক করে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে আমাদের ধারণা। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।