ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিকের শিক্ষকদের অনলাইনে বদলি চালু বুধবার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:৫৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
  • / 204
দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনলাইনে বদলি। বুধবার (২৭ জুলাই) বেলা ১১টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ বদলি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহিবুর রহমান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

মন্ত্রণালয় জানায়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিকে সহজ ও হয়রানিমুক্ত করতে এবং শিক্ষকদের যাতে কোথাও ধর্না দিতে না হয় সে জন্য অনলাইনে শিক্ষক বদলির কার্যক্রম গ্রহণ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এ কার্যক্রমের বাস্তবায়ন কিছুটা বিলম্ব হয়। গত ৩০ জুন গাজীপুরের কালিয়াকৈরে এ কার্যক্রমের পাইলটিং উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। ১৫ জুলাই ২০২২ পর্যন্ত যে সব শিক্ষক বদলির আবেদন করেছেন তাদেরকে বদলীর আওতায় আনা হবে।

পাইলটিং কার্যক্রম শেষ হলে সারা দেশে সহকারী শিক্ষকদের অনলাইনে বদলীর কার্যক্রম শুরু হবে।

জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, শুধুমাত্র গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অনলাইনে বদলি আগামীকাল করা হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, কালিয়াকৈর উপজেলার ১৮ জন শিক্ষককে অনলাইনে ডিজিটালি বদলি করা হবে সফটওয়্যারের মাধ্যমে। এরপর দেশব্যপী উপজেলা পর্যায়ে এ বদলি চালু করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রাথমিকের শিক্ষকদের অনলাইনে বদলি চালু বুধবার

আপডেট : ০৭:৫৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনলাইনে বদলি। বুধবার (২৭ জুলাই) বেলা ১১টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ বদলি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহিবুর রহমান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

মন্ত্রণালয় জানায়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিকে সহজ ও হয়রানিমুক্ত করতে এবং শিক্ষকদের যাতে কোথাও ধর্না দিতে না হয় সে জন্য অনলাইনে শিক্ষক বদলির কার্যক্রম গ্রহণ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এ কার্যক্রমের বাস্তবায়ন কিছুটা বিলম্ব হয়। গত ৩০ জুন গাজীপুরের কালিয়াকৈরে এ কার্যক্রমের পাইলটিং উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। ১৫ জুলাই ২০২২ পর্যন্ত যে সব শিক্ষক বদলির আবেদন করেছেন তাদেরকে বদলীর আওতায় আনা হবে।

পাইলটিং কার্যক্রম শেষ হলে সারা দেশে সহকারী শিক্ষকদের অনলাইনে বদলীর কার্যক্রম শুরু হবে।

জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, শুধুমাত্র গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অনলাইনে বদলি আগামীকাল করা হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, কালিয়াকৈর উপজেলার ১৮ জন শিক্ষককে অনলাইনে ডিজিটালি বদলি করা হবে সফটওয়্যারের মাধ্যমে। এরপর দেশব্যপী উপজেলা পর্যায়ে এ বদলি চালু করা হতে পারে।