ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কলেরা টিকার দ্বিতীয় ডোজ দেয়া বুধবার শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:২৭:৪৮ অপরাহ্ন, সোমাবার, ১ অগাস্ট ২০২২
  • / 153
রাজধানীর পাঁচ এলাকায় কলেরার টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে বুধবার, যা চলবে ১০ অগাস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মুখে খাওয়ার এ টিকা দেয়া হবে।

বিষয়টি জানিয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ-আইসিডিডিআর,বি।

গত ২৬ জুন থেকে ২ জুলাই ঢাকার যাত্রাবাড়ী, সবুজবাগ, দক্ষিণখান, মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় কলেরার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ জন মানুষ। তাদেরই দেয়া হবে দ্বিতীয় ডোজ।

ঢাকার ওই পাঁচটি এলাকায় কলেরা টিকাদান কার্যক্রমে ‘অভূতপূর্ব’ সারা পাওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম।

তিনি বলেন, আমরা খুব অল্প সময়ে রেকর্ড সংখ্যক মানুষকে টিকা দিতে পেরেছি। আমরা আশা করব যারা প্রথম ডোজ কলেরা টিকা নিয়েছেন, তারা অবশ্যই দ্বিতীয় ডোজ টিকা নিয়ে নিজেদের এ রোগ থেকে সুরক্ষা করবেন।

ডায়রিয়াসহ অন্যান্য সংক্রমক রোগ থেকে সুরক্ষিত থাকার জন্য আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ বিজ্ঞানী ড.ফেরদৌসী কাদরী কলেরার টিকা নেয়ার পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার অনুরোধ করেন।

তিনি বলেন, নিজেকে ও প্রিয়জনকে অন্যান্য রোগ প্রতিরোধমূলক কার্যক্রম, যেমন নিরাপদ পানির ব্যবহার, নিরাপদ পয়োনিষ্কাশন ব্যবস্থা এবং ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্তা নিশ্চিত করতে উৎসাহিত করবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলেরা টিকার দ্বিতীয় ডোজ দেয়া বুধবার শুরু

আপডেট : ০৭:২৭:৪৮ অপরাহ্ন, সোমাবার, ১ অগাস্ট ২০২২
রাজধানীর পাঁচ এলাকায় কলেরার টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে বুধবার, যা চলবে ১০ অগাস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মুখে খাওয়ার এ টিকা দেয়া হবে।

বিষয়টি জানিয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ-আইসিডিডিআর,বি।

গত ২৬ জুন থেকে ২ জুলাই ঢাকার যাত্রাবাড়ী, সবুজবাগ, দক্ষিণখান, মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় কলেরার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ জন মানুষ। তাদেরই দেয়া হবে দ্বিতীয় ডোজ।

ঢাকার ওই পাঁচটি এলাকায় কলেরা টিকাদান কার্যক্রমে ‘অভূতপূর্ব’ সারা পাওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম।

তিনি বলেন, আমরা খুব অল্প সময়ে রেকর্ড সংখ্যক মানুষকে টিকা দিতে পেরেছি। আমরা আশা করব যারা প্রথম ডোজ কলেরা টিকা নিয়েছেন, তারা অবশ্যই দ্বিতীয় ডোজ টিকা নিয়ে নিজেদের এ রোগ থেকে সুরক্ষা করবেন।

ডায়রিয়াসহ অন্যান্য সংক্রমক রোগ থেকে সুরক্ষিত থাকার জন্য আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ বিজ্ঞানী ড.ফেরদৌসী কাদরী কলেরার টিকা নেয়ার পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার অনুরোধ করেন।

তিনি বলেন, নিজেকে ও প্রিয়জনকে অন্যান্য রোগ প্রতিরোধমূলক কার্যক্রম, যেমন নিরাপদ পানির ব্যবহার, নিরাপদ পয়োনিষ্কাশন ব্যবস্থা এবং ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্তা নিশ্চিত করতে উৎসাহিত করবেন।